ছবি: সংগৃহীত
ঝালকাঠিতে ট্রাকের চাপায় প্রাইভেটকার ও অটোরিকশার নিহত যাত্রীদের আর্থিক সহায়তা করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
বুধবার (১৭ই এপ্রিল) দুপুরে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিহতের পরিবারের জন্য ৫ লাখ টাকা, যারা পঙ্গুত্বের শিকার হয়েছেন তাদের জন্য ৩ লাখ টাকা এবং অন্য আহতদের জন্য ১ লাখ টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে।
আরো পড়ুন: ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বাসচালকের বিরুদ্ধে মামলা
(১৭ই এ্রপ্রিল) বুধবার ঝালকাঠির গাবখান সেতু টোলপ্লাজায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক ব্যাটারিচালিত তিনটি অটোরিকশা ও একটি প্রাইভেটকারকে পেছন থেকে চাপা দেয়। এই দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হন।
এইচআ/