ছবি: সংগৃহীত
আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে স্বরাষ্ট্রমন্ত্রীর (হোমল্যান্ড সিকিউরিটি) দায়িত্ব পেতে যাচ্ছেন সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস্টি নোয়েম। বিষয়টি সম্পর্কে জানেন, এমন দুটি সূত্র মঙ্গলবার রয়টার্সকে জানিয়েছেন, ক্রিস্টি নোয়েমকে এই পদের জন্য বেছে নিয়েছেন ট্রাম্প।
২০২২ সালের নির্বাচনে বড় জয় নিয়ে দ্বিতীয় মেয়াদে সাউথ ডাকোটার গভর্নর নির্বাচিত হন ক্রিস্টি। করোনা মহামারির সময় নিজের অঙ্গরাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করার বিরোধিতা করে তিনি জাতীয় রাজনীতিতে আলোচনায় আসেন।
আরও পড়ুন: সাউথ এশীয় পর্যটন ও বাণিজ্যিক অ্যাওয়ার্ড পেলেন ২ বাংলাদেশি
হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্বে নোয়েমকে বেছে নেওয়া সম্পর্কে জানতে ট্রাম্পের প্রচারশিবির ও নোয়েমের কার্যালয়ে যোগাযোগ করেছিল রয়টার্স। কিন্ত দুই পক্ষের কারও সাড়া পাওয়া যায়নি।
দেশটির জননিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা থেকে শুরু করে অভিবাসন ও দুর্যোগ মোকাবিলার মতো বিষয়গুলো দেখভাল করে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এ ছাড়া সিক্রেট সার্ভিসও এই বিভাগের অধীন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্ব পালন করে সিক্রেট সার্ভিস।
আগামী ২০শে জানুয়ারি আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প। তবে এর আগেই অনুগত ও মিত্রদের নিয়ে প্রশাসন সাজাতে শুরু করেছেন তিনি।
এসি/ আই.কে.জে/