শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট *** ফার্মেসির পরামর্শে ডায়রিয়াতেও শিশুকে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক: গবেষণা *** সরকারি জমিতে অবৈধ রেস্টুরেন্ট-মার্কেট, উচ্ছেদের দাবি স্থানীয়দের *** ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে বাধা দেখছেন না নজরুল ইসলাম খান *** আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য: প্রধান উপদেষ্টা *** শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বদরুদ্দীন উমর *** আমেরিকার সঙ্গে শুল্ক আলোচনায় বাণিজ্য উপদেষ্টা নিজের যোগ্যতা প্রমাণ করেছেন: জ্বালানি উপদেষ্টা

রাতে গোসল করলে কী উপকার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৮ পূর্বাহ্ন, ১৩ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

শরীর সুস্থ ও সতেজ রাখতে নিয়মিত গোসলের বিকল্প নেই। গোসল আমাদের পুরো শরীরকে পরিচ্ছন্ন করে। এটি শরীরে জমে থাকা ব্যাকটেরিয়া পরিষ্কার করে।

সকালে গোসল করলে সতেজতা আসে, মনও ভালো থাকে। একই সঙ্গে গোসল শুধু রোগ প্রতিরোধ বাড়ায় না, বরং শরীর ও মনকে আরও ফুরফুরে করে তোলে।

দিনের যে কোনো সময়ের চেয়ে সকালে গোসল করা বেশি উপকারী বলে মনে করে আয়ুর্বেদ। সকালে গোসল করলে একাধিক রোগ থেকে রক্ষা মেলে।

বিশেষজ্ঞরা আবার বলছেন বিভিন্ন কথা। তারা বলেন, রাতে গোসল করা শরীরের জন্যও ভীষণভাবে উপকারী। এতে ত্বক ভালো থাকে, ভালো ঘুম হয়, মানসিক চাপ কমায় ও পেশির ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। খবর ইন্ডিয়া টুডের।

বিশেষ করে পুরুষরা দিনের বেলায় বাইরে থাকেন। এতে তাদের শরীরে ধুলাবালি ও দূষণের কারণে ত্বকে ময়লা জমে যায়। এর ফলে ব্রণ ও দাগের মতো সমস্যা দেখা দেয়। রাতে ঘুমানোর আগে গোসল করলে ত্বক পরিষ্কার থাকে।

রাতে ভালো ঘুমের জন্য গোসল অপরিহার্য বলে মনে করেন অনেকে। সারা দিনের ব্যস্ততার পর যখন আমরা বাড়ি ফিরি, তখন খুব ক্লান্ত বোধ করি। এর ফলে রাতে ঘুমের সমস্যা হয়। এমন পরিস্থিতিতে রাতে গোসল করলে ক্লান্তি দূর হয়ে যায় এবং ঘুমও হয়। 

মানসিক চাপ থেকে মুক্তি পেতে রাতে গোসল করতে পারেন। রাতে গোসল করলে মেজাজও ভালো হতে পারে এবং আপনি সতেজ বোধ করতে পারেন। রাতের গোসল মাথা ব্যথা, পেশি ও জয়েন্টের ব্যথা থেকেও মুক্তি দেয়।

জে.এস/

রাতে গোসল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন