শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চুক্তি হয়ে গেলে আমেরিকার অনুমতি সাপেক্ষে গোপনীয়তার বিষয়টি প্রকাশ করা হবে: বাণিজ্য উপদেষ্টা *** বৃত্তি পরীক্ষা আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে *** ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস *** মায়ামির সঙ্গে কী নতুন চুক্তি করবেন মেসি, যা বলছেন কোচ *** ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে দক্ষিণ আফ্রিকা সরকারের ওপর চাপ বাড়ছে *** মাইকেল জ্যাকসনের মোজা বিক্রি হলো ১০ লাখ টাকায় *** ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা স্লোভেনিয়ার *** জুলাই হত্যাকাণ্ডে নিহত ১১৪ জনের মরদেহ তোলা হবে রায়েরবাজার গণকবর থেকে *** জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ই আগস্ট *** টটেনহাম ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন সন

দৃষ্টিহীনদের নির্বিঘ্নে চলাফেরার জন্য এআই ডিভাইস বানালেন চীনা বিজ্ঞানীরা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩০ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৫

#

দৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে নতুন এক ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।

নেচার মেশিন ইন্টেলিজেন্স জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়। গবেষণায় বলা হয়, এটি একটি ব্যবহারবান্ধব ব্যবস্থা, যা শব্দ ও হালকা কম্পনের মাধ্যমে ব্যবহারকারীদের নির্দেশনা দিতে পারে। খবর নোরিডজ ও ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং'য়ের।

অচেনা পরিবেশে চলাচল দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের জন্য অনেক সময়ই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। যদিও কিছু চিকিৎসা পদ্ধতি ও অস্ত্রোপচারের মাধ্যমে দৃষ্টিশক্তি কিছুটা ফিরিয়ে আনা সম্ভব, তবে সেগুলো সব সময় কার্যকর বা সহজলভ্য নয়।

এ সমস্যা সমাধানে বিকল্প হিসেবে পরিধানযোগ্য প্রযুক্তিগুলো সামনে এলেও সেগুলোর বেশিরভাগই ব্যবহারে জটিল হওয়ায় সাধারণ ব্যবহারকারীরা তা খুব একটা গ্রহণ করতে পারেন না।

এ সীমাবদ্ধতা কাটাতে চীনের শাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়ের গবেষক লেইলেই গু ও তার দল সহজে ব্যবহারযোগ্য পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে চারপাশ পর্যবেক্ষণ করে তাৎক্ষণিকভাবে ব্যবহারকারীকে দিকনির্দেশনা দেয়।

ডিভাইসটি ব্যবহারকারীর ভ্রুর মাঝখানে পরিধান করা হয়। এটি হালকা ও ছোট আকৃতির, ফলে দিনভর ব্যবহারেও অস্বস্তি হয় না। ডিভাইসটিতে একটি ক্যামেরা রয়েছে, যা আশপাশের ভিডিও ধারণ করে। সেই ভিডিও একটি এআই অ্যালগরিদমে পাঠানো হয়, যা তথ্য বিশ্লেষণ করে সামনে থাকা প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং নিরাপদ পথ নির্ধারণ করে।

পথ নির্দেশনা দিতে ডিভাইসটি দুটি উপায় ব্যবহার করে। প্রথমত, ‘বোন কন্ডাকশন’ হেডফোনের মাধ্যমে শব্দ তরঙ্গ সরাসরি ব্যবহারকারীর কানের ভেতর পৌঁছে যায়। ফলে বাইরের শব্দও শোনা যায় এবং নির্দেশনাও স্পষ্ট বোঝা যায়।

দ্বিতীয়ত, হাতে পরিধানযোগ্য ‘কৃত্রিম ত্বক’ বা স্কিন ব্যবহার করা হয়, যা বাধা থাকলে তা কবজিতে মৃদু কম্পনের মাধ্যমে জানিয়ে দেয়।

ডিভাইসটির কার্যকারিতা যাচাইয়ে গবেষকেরা রোবটিক সিমুলেশনের পাশাপাশি দৃষ্টিহীন ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ২০ জন স্বেচ্ছাসেবীকে নিয়ে বাস্তব পরিবেশে পরীক্ষা-নিরীক্ষা করেন। মাত্র ২০ মিনিট অনুশীলনের পরই অধিকাংশ ব্যবহাদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদেরকারী সহজেই ডিভাইসটি চালাতে সক্ষম হন। 

স্বেচ্ছাসেবকরা ভার্চুয়াল গোলকধাঁধা পার হওয়ার পাশাপাশি বাস্তব পরিবেশে চলাফেরা করেন এবং বস্তু চেনা ও নিচ থেকে তোলার মতো কাজও করেন। পরীক্ষায় তাদের বাধা এড়িয়ে চলার দক্ষতা আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেতে দেখা যায়। সিস্টেমটি বর্তমানে ২১টি বস্তুকে শনাক্ত করতে সক্ষম, যেমন—বিছানা, চেয়ার, টেবিল, বেসিন, টেলিভিশন ও খাবার।

গবেষণায় উঠে আসে, দৃষ্টি, শ্রবণ ও স্পর্শ—তিনটি অনুভূতির সমন্বয় সহায়ক ডিভাইসগুলোকে আরও কার্যকর ও ব্যবহারবান্ধব করে তোলে। এতে করে আশপাশের পরিবেশ সম্পর্কে আরও স্বাভাবিক ও সহজভাবে ধারণা নিতে পারেন ব্যবহারকারীরা।

গবেষকেরা আশাবাদী, ভবিষ্যতে এ প্রযুক্তি শুধু চলাচল নয়, আরও অনেক সহায়ক খাতে ব্যবহার করা যাবে। ডিভাইসটি উন্নত হলে তা দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের ব্যক্তিগত স্বাধীনতা ও আত্মবিশ্বাস বাড়াতে বড় ভূমিকা রাখবে বলে তাদের বিশ্বাস।

এ প্রযুক্তিগত অগ্রগতি বিশ্বের কোটি কোটি মানুষকে আরও স্বাধীন ও আত্মনির্ভর জীবন-যাপনে সাহায্য করতে পারে।

এইচ.এস/

দৃষ্টি প্রতিদ্বন্দ্বী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন