সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে শাসকগোষ্ঠীর প্রতি জেন-জিদের ক্ষোভ ছড়িয়ে পড়ছে *** ১০ বছর পালিয়ে থাকার পর লেবাননের গায়ক ফাদেল শাকেরের আত্মসমর্পণ *** কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী কারাগারে *** বছরে ২ কোটি টাকার নৌকা বিক্রি হয় যে গ্রামে *** প্রবারণা পূর্ণিমা আজ *** গাজায় শান্তি প্রতিষ্ঠায় আলোচকদের দ্রুত পদক্ষেপ নিতে বললেন ট্রাম্প *** গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে ইসির সংলাপ আজ, কাল নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে *** জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের *** অ্যানথ্রাক্স প্রতিরোধে রংপুর বিভাগে ৩০ লাখ টিকা সরবরাহ করবে এলআরআই *** ধনসম্পদের দেবী লক্ষ্মীর পূজা আজ

মাছের বাজার চড়া হলেও সবজি-পেঁয়াজে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৪

#

ছবি- সংগৃহীত

রাজধানীতে যোগান বেড়েছে মাছ ও সবজির। তবে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকার প্রভাবে বাজারে কিছুটা কমেছে ক্রেতার আনাগোনা। ফলে সবজির বাজারে ফিরেছে বেশ স্বস্তি। ৫০ টাকার আশেপাশে দাম নেমে এসেছে আলু ও পেঁয়াজের।

কিন্তু মাছের মোকামে ভিন্ন সুর। সরবরাহ বাড়ার তেমন প্রভাব নেই। এখনও বাড়তি দরেই কিনতে হচ্ছে বিভিন্ন ধরনের মাছ। কেবল দুই-একটি জাতের মাছের দাম কিছুটা কমেছে।

সাধারণত প্রতি কেজি মাছের জন্য গুণতে হচ্ছে ৫শ’ থেকে ৬শ’ টাকা। আর চিংড়ি, আইড়, বোয়ালসহ নদ-নদীর মাছের জন্য দিতে হবে ৮শ’ থেকে হাজার টাকার বেশি।

শুক্রবার (২৭শে ডিসেম্বর) ছুটির দিনে বেশিরভাগ সবজি মিলছে ৩০ থেকে ৫০ টাকা কেজিতে। যদিও করলা, পটল, চিচিঙ্গাসহ গ্রীষ্মকালীন কিছু সবজির দাম বেশ চড়া। এসব সবজি কিনতে হচ্ছে ৭০ থেকে ৯০ টাকা কেজি দরে। নতুন টমেটো বাজারে এলেও ৮০ টাকা কেজির নিচে মিলছে না।

এদিকে, নতুন পেঁয়াজ বাজারে আসায় বড় ধরনের দরপতন ঘটেছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। আর নতুন আলুর জন্য গুণতে হবে ৬০ টাকা।

২শ’ টাকা ছাড়িয়েছে ব্রয়লারের কেজি। সোনালী ও লেয়ারে একই অবস্থা। ব্যবসায়ী আর খামারিদের যুক্তি— ঠান্ডার কারণে বিদ্যুতের ব্যয় বেড়েছে। কম দরে মিলছে না ফিড। তাই আপাতত পোল্ট্রি বাজারে সুখবর নেই। তার ওপর চাপ বাড়িয়েছে সামাজিক অনুষ্ঠান ঘিরে মুরগির বাড়তি চাহিদা।

আই.কে.জে/     

মাছের বাজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250