বৃহস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বামীকে ইউক্রেনীয় নারীদের ধর্ষণে উৎসাহ, রুশ নারীর কারাদণ্ড *** ঈদের ছুটিতে রাজধানীতে নিরাপত্তার শঙ্কা *** ড. ইউনূসের 'সেভেন সিস্টার্স' নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাই রিপ্রেজেন্টেটিভ *** 'সেভেন সিস্টার্স' নিয়ে প্রধান উপদেষ্টার মন্তব্যে 'ঝড়' থামছে না ভারতে *** বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে *** 'সংখ্যালঘু সদস্য হিসেবে এখন কতটা নিরাপদ' প্রশ্নে যা বললেন দেবপ্রিয় *** ছেলে তারেকের পরিবারের সঙ্গে লন্ডনের পার্কে ঘুরতে বেরিয়েছেন খালেদা জিয়া *** ভারতের বদলে প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর চীনে কেন, ব্যাখ্যা দিলেন ড. দেবপ্রিয় *** মরণোত্তর অঙ্গদানে নিবন্ধন করেছেন ৭০ লাখের বেশি চীনা *** ইউনূস-মোদির বৈঠক হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৩ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি

বিশ্বজুড়ে ৫০০ কোটিরও বেশি মানুষ সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকে। সংখ্যাটা বিশ্বের মোট জনসংখ্যার ৬৫ শতাংশেরও বেশি। অবশ্য আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা বুঝতে পরিসংখ্যান দেখার প্রয়োজন নেই। আশেপাশে তাকালেই দেখা যাবে সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে ব্যক্তিগত ও পেশাগত নানা কাজে ব্যবহার করছে সোশ্যাল মিডিয়া। 

কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর প্রভাব নিয়েও আলোচনা হয়েছে বিস্তর। ভুল, মিথ্যা ও অপতথ্য ছড়ানোসহ বিভিন্ন কারণে বিতর্কিত হয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স, ইন্সটাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। বিশেষ করে শিশু-কিশোরদের উপর সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব নিয়ে অনেক কথাই হয়েছে, বিশেষজ্ঞরাও এই বিষয়ে দিয়ে রেখেছেন সতর্কবার্তা। কিন্তু তাতে সরকারের দায়িত্বশীল নীতিনির্ধারকদের কর্ণপাত যে খুব একটা হয়েছে এমনটা বলা যাচ্ছে না।

তবে এবার অস্ট্রেলিয়া এর একটা বিহিত করেই ছাড়বে বলে মনে হচ্ছে। অস্ট্রেলিয়া সরকার রীতিমতো আদাজল খেয়ে লেগেছে ১৬ বছরের কম বয়সীদের জন্য দেশটিতে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে। উদ্যোগটি প্রক্রিয়াধীন ছিল এতদিন, এবার বাস্তবায়নের বেশ কাছাকাছি পৌঁছে গেছে। 

আরো পড়ুন : শীতে পানি গরম করতে গিজার নাকি হিটার রড কোনটা ভালো?

বুধবার (২৭শে নভেম্বর) অস্ট্রেলিয়ার সংসদের নিম্নকক্ষে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা সম্পর্কিত একটি বিল পাস হয়েছে। যদিও গুগলের মালিক প্রতিষ্ঠান অ্যালফাবেট ও ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জোর চেষ্টা চালিয়েছে বিলটিকে বিলম্বিত করতে। তবে তাতে কাজ হয়নি। অস্ট্রেলিয়ার প্রতিনিধি পরিষদে (বুধবার) এই বিলটির পক্ষে ভোট পড়ে ১০২টি, বিপক্ষে ১৩টি। 

অর্থাৎ বেশ বড় ব্যবধানেই বিলটির পক্ষে রায় দিয়েছেন প্রতিনিধি পরিষদের সদস্যরা। এ থেকে এটাও বোঝা যাচ্ছে যে, সরকারি-বেসরকারি দু’দলের প্রতিনিধিরাই এই বিলটির পক্ষে অবস্থান নিয়েছে। বিলটি আইনে পরিণত হলে সোশ্যাল মিডিয়ার ব্যবহারে সবচেয়ে কঠোর নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের একটি হতে চলেছে এটি। 

প্রতিনিধি পরিষদে পাশ হওয়ার পর বিলটি নিয়ে (বুধবার) অস্ট্রেলিয়ার সিনেটে আলোচনা হওয়ার কথা। অস্ট্রেলীয় সরকার চাইছে (বৃহস্পতিবার) বছরের সংসদীয় অধিবেশনের শেষ দিনে বিলটিকে আইনে পরিণত করতে।

আগামী মে মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনী আলবানিজ চাইছেন নিজের জনপ্রিয়তার রেটিং-কে ঊর্ধ্বমুখী রাখতে। শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের বিষয়টি এক্ষেত্রে সহায়ক হবে বলেই মনে করা হচ্ছে। শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার ঝুঁকিপূর্ণ বলেই আলবানিজ প্রশাসন এই কঠোর পদক্ষেপ নিতে চলেছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। 

সূত্র: রয়টার্স

এস/কেবি


সোশ্যাল মিডিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন