ছবি: সংগৃহীত
কবি মোজাফফর আহমদ
এক.
পৃথিবীময় শুধু অন্বেষার মুখোমুখি কান্নার স্বর।
অস্পষ্ট এদিক-ওদিক যেদিকে তাকাই, সেদিন সন্ধ্যার
বর্ণিল অন্ধকারে বৃষ্টিভেজা চোখ বাঁধা সংসার বন্ধনে
সহিষ্ণু জীবনের ধার কেটে কেটে ফসল ফলাবার বৈশাখে কুলকুল পিপাসা অনুভূত কম্পনের বিস্তার। পাতার মর্মরে কান্নার আকুতি, আর্তচিৎকারে কাঁপুনির সুর।
পাতার মর্মরে কান্নার স্বর। বিরাট অপরূপ নিরাকার। বৃষ্টির স্বরে কান্নার স্বর। অস্পষ্ট এদিক-ওদিক যেদিকে মাঠ বরাবর বসতির ঠিকানা, ওখানে কোনো এক বিস্ময় যুবতী, যৌনদাসী। নতজানু।
দুই.
পৃথিবীময় মুগ্ধতা অপার সৌন্দর্যের কাছে আমার
পরাজয়। রাত পোহাবার অল্প সময়ের বিপরীতে
আর একটা জীবন। হাত বাড়িয়ে দিলাম। সে যৌনতা
বোঝে, তৃপ্তি মেটায়। জীবনের লেনদেন আদান-প্রদান,
অপার সৌন্দর্যের পায় না বৈরাগ্য।
ঘাসের বাতাসে মিশে বৃক্ষ লতাপাতা সবুজ মাঠের
রূপ তৃষ্ণা আড়ালে লুকিয়ে দেখেছি আত্মসম্ভ্রম
বোঝে না সে। কালরাতে জলের বুকে
জোছনার ভাগাভাগি হয়। জলপোকা শরীর হাতড়ায়।
তৃষ্ণা নিবারণ করে। তখন সে যৌন হতাশায় নিমজ্জিত।
এইচ.এস/