ছবি: সংগৃহীত
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইয়ে উত্তর কোরিয়ার সেনারা সাহসিকতার পরিচয় দিয়েছেন। সেনা সহায়তা দেওয়ায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে ধন্যবাদ দিতে গিয়ে এ কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর বিবিসির।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৮০ বছর উপলক্ষে চীনের আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নিতে গিয়ে গতকাল বুধবার (৩রা সেপ্টেম্বর) সাইডলাইনে বৈঠক করেন দুই নেতা। সেখানেই এ কথা বলেন পুতিন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, পুতিন বলেছেন, কুরস্ক অঞ্চলকে ইউক্রেনের সেনাদের কাছ থেকে মুক্ত করতে সহযোগিতা করেছে পিয়ংইয়ং। তার জন্য ধন্যবাদ জানিয়ে পুতিন কিমকে বলেন, ‘আপনার সৈন্যরা সাহসিকতা ও বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছে। আপনার সেনারা ও তাদের পরিবার যে ত্যাগ স্বীকার করেছে আমরা কখনো তা ভুলব না।’
পুতিনের এই স্বীকৃতির জন্য কৃতজ্ঞতা জানিয়ে কিম বলেন, দুই দেশের সম্পর্ক ‘সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে’। এ সময় ইউক্রেন যুদ্ধকে রাশিয়া ও উত্তর কোরিয়ার ‘যৌথ সংগ্রাম’ বলে অভিহিত করে কিম বলেন, ‘রাশিয়াকে সাহায্য করার আমাদের ভ্রাতৃত্বসুলভ দায়িত্ব। কখনো এমন সুযোগ থাকলে তা আমরা নিশ্চয়ই করব।’
ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সেনা সহায়তা দিচ্ছে উত্তর কোরিয়া—বহুদিন ধরেই এমন অভিযোগ করে আসছিল দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা দেশগুলো। তবে, এ ইস্যুতে বরাবরই চুপই ছিল মস্কো ও পিয়ংইয়ং। চলতি বছরের এপ্রিলে প্রথমবারের মতো পিয়ংইয়ং প্রকাশ্যে স্বীকার করে যে তারা রাশিয়ায় সেনা পাঠিয়েছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন