শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ *** হিজাব নিষিদ্ধে পর্তুগালের পার্লামেন্টে বিল পাস *** ‘জুলাই যোদ্ধা’ নামে ফ্যাসিস্ট বাহিনী বিশৃঙ্খলা করেছে: সালাহউদ্দিন *** শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক *** ৯ নম্বর, সহজেই সমাধান করা যাবে: পাকিস্তান-আফগান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প *** ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা *** ত্রিপুরায় পিটুনিতে নিহত তিন বাংলাদেশিকে ‘চোরাকারবারি’ বলল ভারত *** জাতীয়ভাবে লালন উৎসব উদযাপন অব্যাহত থাকবে: মোস্তফা সরয়ার ফারুকী

এ গল্পের শেষ অধ্যায় লিখবে তেহরান, বলল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৫

#

তেহরানে ইরানিদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা এবং তেহরানে সিনিয়র সামরিক নেতাদের হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। তারা বলেছে, প্রতিক্রিয়া হবে তীব্র এবং এ গল্পের শেষ অধ্যায় লিখবে ইরান।

প্রথম প্রতিশোধের লক্ষণ হিসেবে, ইসরায়েল জানিয়েছে ইরান তাদের দিকে ১০০টি ড্রোন ছুড়েছে এবং সেগুলোকে ইসরায়েলি আকাশসীমার বাইরে থেকেই প্রতিহত করা হচ্ছে। খবর দ্য গার্ডিয়ানের।

ইরাক জানিয়েছে, ১০০টিরও বেশি ইরানি ড্রোন তাদের আকাশসীমা অতিক্রম করেছে। প্রতিবেশী জর্ডান বলেছে, তাদের বিমানবাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থাও কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে যেগুলো তাদের ভূখণ্ডে পড়ার আশঙ্কা ছিল। তবে ইরান এ ড্রোন হামলার কথা অস্বীকার করেছে এবং বলেছে তাদের প্রতিক্রিয়া এখনো শুরু হয়নি।

ইসরায়েলের এ যাবৎকালের সবচেয়ে বড় ও গুরুতর হামলার জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ‘কঠোর শাস্তির’ হুমকি দিয়েছেন এবং দাবি করেছেন আবাসিক এলাকাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, ইসরায়েলকে তার অজ্ঞ কাজের জন্য অনুশোচনা করতে বাধ্য করা হবে। সামরিক ও কূটনৈতিক প্রতিক্রিয়া ঘোষণা করে তিনি বলেন, এ হামলায় নারী ও শিশুরাও নিহত হয়েছে। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, শুধু তেহরান প্রদেশেই ৭৮ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হয়েছে।

এ হামলায় ইরানের সামরিক ও বিমানবাহিনীর বিশাল অংশের নেতৃত্ব ধ্বংস হয়ে গেছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচিতে নিযুক্ত ছয়জন বিজ্ঞানীও নিহত হয়েছেন।

ইরান এখনো মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটিগুলোতে হামলার সিদ্ধান্ত নেয়নি। তবে ইরানের নেতারা আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শুনেছেন। ট্রাম্প ইসরায়েলের হামলার প্রশংসা করে বলেছেন, আমেরিকা এ হামলার পূর্বাভাস জানলেও সরাসরি অংশ নেয়নি।

ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ নেতারা নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি, উচ্চপদস্থ রেভল্যুশনারি গার্ড কমান্ডার জেনারেল গোলামালি রাশিদ, পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ মেহদি তেহরানচি ও ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেইদুন আব্বাসি।

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই তাদের জায়গায় নতুন নিয়োগ দেওয়া হয়েছে। মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভিকে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ করা হয়েছে। মোহাম্মদ পাকপুরকে রেভল্যুশনারি গার্ডের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এইচ.এস/

ইরানে ইসরায়েলি হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250