সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আমরা ঋতুপর্ণাকেই চাই : পরিচালক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর বাংলাদেশে যাতায়াত অনেক আগে থেকে। গত বছরও এসেছিলেন কাজের সূত্রে। সেসময় চুক্তিবদ্ধ হন ‘তরী’ নামের একটি সিনেমায়। এদিকে গুঞ্জন ছড়িয়েছে ছবিটি থেকে বাদ পড়েছেন ঋতুপর্ণা। তবে বিষয়টি উড়িয়ে দিলেন পরিচালক রাশিদ পলাশ।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘কে বললো ঋতুপর্ণা সেনগুপ্তকে বাদ দিয়েছি? ঋতুপর্ণাকে ছাড়াই কাজটি করবো এরকম কিছু এখনও আমরা স্থির করিনি। বলেছি, আমরা ঋতুপর্ণাকেই চাই। তাকে নিয়েই কাজ করবো কিন্তু যদি নিরাপত্তাজনিত সমস্যা দেখা দেয় কিংবা পরিস্থিতির কারণে ছবিটি ঝুলে যায় তখন হয়তো আমরা ভিন্ন কিছু ভাববো। সবমিলিয়ে পরিকল্পনায় এখনও ঋতুপর্ণাই আছেন। তবে পরিস্থিতি যদি পক্ষে না আসে তাহলে অন্য কাউকে ভাবতেই হবে।’ 

আরও পড়ুন: বাংলাদেশি বংশোদ্ভূত পর্ন তারকা ভারতে গ্রেফতার

গত বছর জুলাইয়ে ঋতুপর্ণাকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেন রাশিদ পলাশ। ‘তরী’ ছবিটি প্রযোজনা করছে পুণ্য ফিল্মস। 

ঢালিউডের অসংখ্য ছবিতে কাজ করেছেন ঋতুপর্ণা। মান্না, ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস, আমিন খান, রিয়াজের মতো জনপ্রিয় নায়কদের বিপরীতে দেখা গেছে তাকে। গত বছর তিনি কাজ করেন যৌথ প্রযোজনার একটি ছবিতে। ‘স্পর্শ’ নামের এ ছবিতে তিনি জুটি বেঁধেছেন নিরবের সঙ্গে।

এসি/কেবি

ঋতুপর্ণা পরিচালক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন