ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্প্রতি শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগে প্রভাষক এবং সহকারী অধ্যাপক পদে ৫৫ জন শিক্ষক নিয়োগ দেবে। গত ৩০শে এপ্রিল প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করে ছয় সেট আবেদনপত্র আগামী ২৫শে মে বিকেল পাঁচটার মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠাতে হবে।
পদের বিবরণ
১. পদের নাম: সহকারী অধ্যাপক/প্রভাষক (২টি), প্রভাষক (২টি);
বিভাগ: রসায়ন;
পদসংখ্যা: ৪;
বেতন স্কেল: সহকারী অধ্যাপক পদের জন্য ৩৫,৫০০-৬৭,০১০ টাকা এবং প্রভাষক ২২,০০০-৫৩,০৬০ টাকা;
২. পদের নাম: সহকারী অধ্যাপক/প্রভাষক (১০টি);
বিভাগ: ইতিহাস;
পদসংখ্যা: ১০;
বেতন স্কেল: সহকারী অধ্যাপক পদের জন্য ৩৫,৫০০-৬৭,০১০ টাকা এবং প্রভাষক ২২,০০০-৫৩,০৬০ টাকা;
৩. পদের নাম: সহকারী অধ্যাপক/প্রভাষক (৮টি);
বিভাগ: সমাজকর্ম;
পদসংখ্যা: ৮;
বেতন স্কেল: সহকারী অধ্যাপক পদের জন্য ৩৫,৫০০-৬৭,০১০ টাকা এবং প্রভাষক ২২,০০০-৫৩,০৬০ টাকা;
৪. পদের নাম: সহকারী অধ্যাপক/প্রভাষক (২টি), প্রভাষক (৩টি);
বিভাগ: ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং;
পদসংখ্যা: ৫;
বেতন স্কেল: সহকারী অধ্যাপক পদের জন্য ৩৫,৫০০-৬৭,০১০ টাকা এবং প্রভাষক ২২,০০০-৫৩,০৬০ টাকা;
৫. পদের নাম: প্রভাষক;
বিভাগ: ফারসি ভাষা ও সাহিত্য;
পদসংখ্যা: ২;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;
৬. পদের নাম: প্রভাষক;
বিভাগ: উর্দু;
পদসংখ্যা: ৩;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;
৭. পদের নাম: সহকারী অধ্যাপক/প্রভাষক (৩টি), প্রভাষক (৬টি);
বিভাগ: হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা;
পদসংখ্যা: ৯;
বেতন স্কেল: সহকারী অধ্যাপক পদের জন্য ৩৫,৫০০-৬৭,০১০ টাকা এবং প্রভাষক ২২,০০০-৫৩,০৬০ টাকা;
৮. পদের নাম: সহকারী অধ্যাপক/প্রভাষক (২টি), প্রভাষক (২টি);
বিভাগ: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং;
পদসংখ্যা: ৪;
বেতন স্কেল: সহকারী অধ্যাপক পদের জন্য ৩৫,৫০০-৬৭,০১০ টাকা এবং প্রভাষক ২২,০০০-৫৩,০৬০ টাকা;
৯. পদের নাম: প্রভাষক;
বিভাগ: অ্যাগ্রিকালচারাল কেমিস্ট্রি (১টি), জেনেটিক অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং (১টি), অ্যাগ্রোনমি (১টি), অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন (১টি), প্ল্যান্ট প্যাথলজি (১টি), সয়েল সায়েন্স (১টি), হর্টিকালচার (১টি), এন্টোমোলজি (১টি);
পদসংখ্যা: ৮;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;
১০. পদের নাম: প্রভাষক;
বিভাগ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং;
পদসংখ্যা: ২;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), রাজশাহী বিশ্ববিদ্যালয়;
আবেদনের সময়সীমা: আগামী ২৫ মে ২০২৫, বিকেল ৫টা;
এ ছাড়া আবেদন পদ্ধতিসহ যেকোনো বিষয়ে বিস্তারিত এ ওয়েবসাইটে (www.ru.ac.bd) জানতে পারবেন।
সূত্র: প্রথমআলো
আরএইচ/
খবরটি শেয়ার করুন