ছবি: সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশ থেকে প্রায় ৩০ টন আখের গুড় বাংলাদেশে রপ্তানি করা হয়েছে। এ গুড় উত্তর প্রদেশের মুজাফফরনগরে উৎপাদিত হয় এবং এটি ভৌগোলিক নির্দেশক অর্থাৎ জিআই ট্যাগযুক্ত পণ্য। শনিবার (২২শে মার্চ) এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর দ্য হিন্দুর।
মুজাফফরনগর উচ্চমানের আখ উৎপাদনের জন্য বিখ্যাত। বিশ্ববাজারে মুজাফফরনগর ও শামলিতে উৎপাদিত গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে।
ভৌগোলিক নির্দেশক (জিআই) মূলত একটি কৃষি, প্রাকৃতিক বা উৎপাদিত পণ্য (হস্তশিল্প ও শিল্পজাত দ্রব্য), যা একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের সঙ্গে সম্পর্কিত।
দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এ প্রথম পশ্চিম উত্তর প্রদেশ থেকে বাংলাদেশে সরাসরি গুড় রপ্তানি শুরু হলো।
উদ্যোগটি নিয়েছে প্রদেশের ফার্মার প্রোডিউসার কোম্পানি বা কৃষক উৎপাদক সংস্থা (এফপিও) ও ফার্মার প্রোডিউসার কোম্পানি (এফপিসি)। এফপিও গুড়, আখজাত পণ্য, বাসমতি চাল ও ডাল রপ্তানির কাজে নিয়োজিত।
আরএইচ/এইচ.এস