শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১লা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ *** জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা *** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা *** সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে: শিক্ষা উপদেষ্টা *** এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা *** আগামীকাল স্বাক্ষর হতে যাচ্ছে ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’

রেকর্ড গড়তে ৩৯ দিনে ৩৮০০ কিলোমিটার দৌড়েছেন তিনি!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

২০ বছর আগে ২০০২ সালে ৬৭ দিন ২ ঘণ্টা ৫৭ মিনিট একটানা দৌড়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন। তবে এত বছরেও এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। অনেকেই চেষ্টা করেছিলেন। তবে সফল হতে পারছিলেন না। তবে এবার অস্ট্রেলিয়ান ক্রিস টার্নবুল ৩৯ দিন ৮ ঘণ্টা ১ মিনিটে ৩৮০০ কিলোমিটার দৌড়ে রেকর্ডটি করেন।

তিনি ৮ই আগস্ট ২০২৩ তারিখে স্থানীয় সময় সকাল ৫টায় পার্থের কোটেসলো বিচ থেকে যাত্রা করেন এবং ১৬ই সেপ্টেম্বর স্থানীয় সময় বিকাল ৩টা ১ মিনিটে সিডনির ম্যানলি বিচে ফিনিস লাইন অতিক্রম করেন। ক্রিস ৩ হাজার ৮৬৪ কিলোমিটার (২ হাজার ৪০০.৯৭ মাইল) পুরো দূরত্ব কভার করতে প্রতিদিন প্রায় ১০০ কিলোমিটার (৬২.১৩ মাইল) দৌড়েছেন।

৪০ বছর বয়সী ক্রিস দুই সন্তানের বাবা। রেকর্ডে পুরো সময় একটি দল তার সঙ্গে ছিল, যারা তার যে কোনো পরিস্থিতিতে সাহায্য করতে পারেন। সব সময় তার সঙ্গে দুটো গাড়ি ছিল, যেখানে ২ থেকে ৪ জনের একটি দল ছিল।

আরো পড়ুন : ডাকলেই চলে আসে শিয়াল, খাবার দেন চা দোকানি মন্নু

ক্রিস দৌড়ানোর সময় অনেকগুলো জায়গা অতিক্রম করেছেন, এসময় তিনি প্রচুর আশ্চর্যজনক দর্শনীয় স্থান দেখেছিলেন এবং পথে প্রচুর বন্ধুত্বপূর্ণ লোকের সঙ্গেও দেখা হয়েছে তার।

পেশায় প্রকৌশলী ক্রিস তার এই চ্যালেঞ্জের জন্য তিন মাস পরিকল্পনা এবং নিবিড়ভাবে প্রশিক্ষণ কাটিয়েছেন। তিনি তার জীবনের বেশিরভাগ সময় ধরে দীর্ঘ দূরত্বে দৌড়াচ্ছেন, তবে অবশ্যই সারা দেশে এই বিশাল যাত্রার জন্য কিছুই তাকে পুরোপুরি প্রস্তুত করতে পারেনি।

তবে এটি ক্রিসের প্রথম মেগা চ্যালেঞ্জ নয়। তিনি এর আগে সিডনি থেকে মেলবোর্ন পর্যন্ত দৌড়েছেন, বেশ কয়েকটি আল্ট্রাম্যারাথন সম্পন্ন করেছেন এবং তাসমানিয়া থেকে ভিক্টোরিয়া হয়ে কিং আইল্যান্ডে কায়াক করেছেন।

রেকর্ডের পুরোটা সময় তাকে নানান প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে। অনেকেই তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করেছে কেন সে এভাবে দৌড়াচ্ছে। কিছু কিছু রাস্তা ছিল নুড়ি পাথরের। কিছু কিছু রাস্তা মাঝ থেকে বন্ধ হয়ে যাওয়ার কারণে আবার তাকে ঘুরে যেতে হয়েছে।

এস/ আই.কে.জে/

দৌড়ানো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250