রবিবার, ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সোমবার কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস *** মহাকাশে ২২০ দিন কাটিয়ে পৃথিবীতে ফিরলেন পবীণ মহাকাশচারী ডন পেটিট *** টানা দুইবারের বেশি না পারলেও বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকার দাবি বিএনপির *** নতুন ১২৮টি পোশাক কারখানায় ৭৪ হাজার মানুষের কর্মসংস্থান হবে *** ‘দেশের নারীরা স্বতঃস্ফূর্তভাবে আইন পেশার সঙ্গে সংযুক্ত হচ্ছেন’ *** সৌদি তরুণী জারার ‘হালাল র‍্যাপ’ সংগীত নেট দুনিয়ায় জনপ্রিয় *** নাসার ওয়েবসাইটের নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিল ইরাকি কিশোর, পেল স্বীকৃতি *** ড. ইউনূস ইসরায়েলকে টাকা দিয়েছেন, এ দাবি ভুয়া: প্রেস উইং *** সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ ঢাকা আসছে *** সিইসির সঙ্গে বৈঠক করছে এনসিপি

প্রথমবারের মতো হাফ ম্যারাথনে মানুষের সঙ্গে দৌড়াচ্ছে রোবট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৫ পূর্বাহ্ন, ২০শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

চীনে চীনে আয়েজিত এক হাফ ম্যারাথনে কয়েক হাজার প্রতিযোগীর সঙ্গে ২১টি রোবট অংশ নিয়েছে। প্রতিযোগীদের প্রায় ২১ কিলোমিটার দৌড়াতে হয়েছে। রোবটগুলোও একই পথ দৌড়েছে। গতকাল শনিবার (১৯শে এপ্রিল) চীনের রাজধানী বেইজিংয়ে ওই হাফ ম্যারাথনের আয়োজন করা হয়। খবর রয়টার্সের।

ম্যারাথনে অংশ নেওয়া রোবটগুলোর কোনোটির উচ্চতা ছিল ৩ ফুট ৯ ইঞ্চি, আবার কোনোটি ৫ ফুট ৯ ইঞ্চি। রোবটগুলো দেখতে মানুষের মতো ছিল এবং মানুষের মতো দুই পায়ে সেগুলোকে দৌড়াতে বা হাঁটতে হয়েছে।

এদিকে চীন দাবি করছে, বিশ্বে তারাই প্রথম এমন হাফ ম্যারাথনের আয়োজন করেছে, যেখানে মানুষের সঙ্গে রোবটও দৌড়ে অংশ নিয়েছে। রোবটের মধ্যে দৌড়ে প্রথম হয়েছে তিয়ানগং আলট্রা। এ রোবট ২ ঘণ্টা ৪০ মিনিটে দৌড় শেষ করেছে। এ ছাড়া মানুষের মধ্যে যিনি প্রথম হয়েছেন, তিনি ১ ঘণ্টা ২ মিনিটে দৌড় শেষ করেছেন।

যে রোবটটি বিজয়ী হয়েছে সেটি তৈরি করেছেন তাং জিয়ান ও তার দল। তিনি বেইজিং ইনোভেশন সেন্টার ফর হিউম্যান রোবোটিকসে কর্মরত। জিয়ান বলেন, রোবটটির লম্বা পা সেটিকে দ্রুত দৌড়াতে সহায়তা করেছে। রোবটটি অ্যালগরিদমের মাধ্যমে একটি ম্যারাথনে মানুষ কীভাবে দৌড়ায়, তা অনুকরণ করেছে। এ ম্যারাথনে মাত্র তিনবার রোবটটির ব্যাটারি পরিবর্তন করতে হয়েছে।

এ ছাড়া দৌড়ের সময় রোবটগুলোর নানা কাণ্ডকারখানা দর্শকদের দারুণ আনন্দ দিয়েছে। এদিকে একটি রোবট দৌড় শুরুর আগেই মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে সেটি আবার উঠে দাঁড়ায় এবং দৌড় শুরু করে।

তবে দৌড়ের সময় রোবটগুলোর সঙ্গে সেগুলোর তত্ত্বাবধানকারীরাও ছিলেন। এ ছাড়া অধিকাংশ রোবট জুতা পরে দৌড়েছে। কোনোটির গায়ে ছিল বাহারি রঙের জার্সি।

আরএইচ/

ম্যারাথনে রোবট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন