শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদের ঘনিষ্ঠদের যেভাবে ধরা হচ্ছে সিরিয়ায় *** সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা *** এনবিআরের কমিশনারসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু *** গুপ্তচর সন্দেহে বিপুলসংখ্যক আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান *** ডেঙ্গু শনাক্তে ১৯ হাজার কম্বো কিট দিল চীন *** বিশ্বকাপে চোখ রেখে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ *** সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন *** মোটর ও ইলেক্ট্রনিকস খাতে যৌথ উদ্যোগ চান বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ীরা *** আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধির সাক্ষাৎ *** সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস

শরীরে ক্যানসার বাসা বেঁধেছে কি না বুঝে নিন নিজের দাঁত দেখে

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

ক্যানসারের নাম শুনলেই ভয় পান অনেকেই। এই নিঃশব্দ ঘাতক কখন শরীরে থাবা বসাবে তা বোঝা মুশকিল। জীবনযাত্রায় অনিয়ম, হরেক রকমের নেশার কারণেই মূলত ক্যানসারের পথ প্রশস্ত হয়। বিশেষজ্ঞদের মতে, মুখ বা গলার ক্যানসারের পেছনে মূল খলনায়ক হলো বিভিন্ন ধরনের নেশাজাতীয় উপাদান।

এদিকে শরীরে এই রোগের উপস্থিতি কিছু লক্ষণ দেখে বুঝে ফেলা সম্ভব। তাই সেসব লক্ষণ সম্পর্কে জেনে নিয়ে সতর্ক থাকুন। মুখ বা গলার ক্যানসারের ক্ষেত্রে দাঁতে বেশ কিছু সমস্যা দেখা দেয়। জেনে নিন কী কী-

দাঁতে পড়বে ছাপ

মুখের ক্যানসারে দাঁতে আসে বড় বদল। দাঁতে তীব্র ব্যথা, বয়স হওয়ার আগেই দাঁত নড়ে যাওয়ার মতো সমস্যা পিছু নিতে পারে। এমনকি চোয়ালে অস্বাভাবিক পরিবর্তন আসতে পারে।

শুধু নেশার কারণেই নয়, ভাঙা দাঁতের ক্ষয় থেকেও এমন ক্যানসার হতে পারে বলে সাবধান করছেন বিশেষজ্ঞরা। ক্ষয়ে যাওয়া দাঁতের কারণে অনেক সময় গালে ক্ষতর সৃষ্টি হয়। সময়ে তার শুশ্রুষা না করা হলে ওই ক্ষত ক্যানসারের রূপ নিতেই পারে। তাই সাবধান থাকুন

আরো পড়ুন : লিভারের চর্বি কাটাতে সাহায্য করবে রান্নাঘরের এই উপাদান

কণ্ঠস্বরে বদল

আচমকা যদি কথা বলতে বলতে গলা ভেঙে যায় বা গলার স্বর বদলে যেতে থাকে তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। দীর্ঘ সময় ধরে গলা ধরে থাকা বা নাক বন্ধ থাকাও ভালো লক্ষণ নয়। কারণ ন্যাসোফারানগিল, ল্যারায়ানগিল বা ভোকাল কডে ক্যানসার বাসা বাঁধলে এমন উপসর্গই মাথা চাড়া দিয়ে ওঠে।

খাবার গিলতে কষ্ট হওয়া

শক্ত খাবার হোক বা তরল, গেলার সময় যদি কোনো কারণে ব্যথা লাগে, তাহলে সতর্ক হন। খেয়াল রাখুন, প্রতিবার খাবার খাওয়ার সময় একই সমস্যা হচ্ছে কি না। এটা গলার বা এসোফাগিয়েল ক্যানসারের উপসর্গ হলেও হতে পারে।

মুখে দুর্গন্ধ

দিনে দুবার দাঁত মাজা ও ওরাল হাইজিনের খেয়াল রাখার পরেও যদি পিছু না ছাড়ে মুখের দুর্গন্ধ, তাহলে এখনই সাবধান হন। কারণ এই দুর্গন্ধের পেছনে কলকাঠি নাড়তে পারে ক্যানসার। তাছাড়া বারবার মাউথ আলসার হলেও সতর্ক হন। তাও হতে পারে মাউথ ক্যানসারের উপসর্গ।

শক্ত কিছু অনুভব করা

গলা, মুখের ভিতর বা ঘাড়ে কোনও শক্ত ডেলা মতো ঠেকলে এড়িয়ে না গিয়ে সতর্ক হন। মনে রাখবেন, এটি ক্যানসার সেলের আঁতুড়ঘর হলেও হতে পারে।

চোয়াল নাড়াতে সমস্যা

হাড়, মাংসপেশী কিংবা ঘাড়ের নার্ভে এই রোগ থাবা বসালে অনেক সময় আচমকা আটকে যেতে পারে চোয়াল। তাই ছোটখাটো অসুবিধা বলে এই উপসর্গগুলো এড়িয়ে যাবেন না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/ আই. কে. জে/ 

ক্যানসার দাঁত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন