ছবি: সংগৃহীত
হঠাৎ করেই ইন্টারনেটে ‘ললনা’ খ্যাত গায়ক শেখ সাদীর প্রেমের গুঞ্জন ছড়িয়েছে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে। তবে সম্প্রতি আদালতে পরীমণির একটি মামলায় জামিনদার হওয়ার পর থেকে তরুণ এই গায়ক নতুনভাবে আলোচনায় রয়েছেন।
বিষয়টি নিয়ে শেখ সাদী নিজের অবস্থান ইতোমধ্যেই পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন, পরীমণির সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই। তবে দু’জনের পারিবারিক সম্পর্ক রয়েছে।
যে কারণে বেশ বিব্রতকর পরিস্থিতে পড়েছেন বলে জানালেন শেখ সাদী। বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক ভিডিও বার্তায় শেখ সাদী বলেছেন, আমার যত সাংবাদিক ভাই-বোন আছেন, অনুরোধ করছি আপনারা মনগড়া নিউজ বানাবেন না।
তিনি বললেন, ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না। সুতরাং এটা নিয়ে জোর করে ইস্যু ক্রিয়েট করবেন না।
শেখ সাদী বলেন, অনেক সাংবাদিকের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় রয়েছে। তাদের সঙ্গে নরমাল কনভারসেশন করায় সেগুলোর ভুল ব্যাখ্যা আসছে।
আরও পড়ুন: প্লিজ এবার একটু ছেড়ে দিন আমাকে : পরীমণি
তিনি বলেন, প্লিজ আপনারা এটা না করলে আমার ভালো হবে। দেশে আরও গুরুত্বপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে, নিউজ করলে সেইসব বিষয়ে করা উচিত।
পরীমণির সঙ্গে পরিচয়ের বিষয়টি ব্যাখ্যা করে শেখ সাদী বলেন, একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার ফলে পরীমণির সঙ্গে আগেই পরিচয় ছিল। পেশাগত কারণে তার সঙ্গে আমার পরিচয়। মাঝেমধ্যে দেখা ও কথাবার্তাও হয়। এটা নিয়ে বেশি কিছু বলার কিছু দেখি না।
এসি/ আই.কে.জে/