রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’ *** পুঁজিবাজার চাঙা করতে আইসিবিকে ১০০০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা *** অগ্নিনির্বাপণে ৩০ সেকেন্ডের মধ্যে কাজ শুরু হয়েছে, দাবি উপদেষ্টার *** নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকেরা *** দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ

বই পড়ে কী লাভ!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫০ অপরাহ্ন, ২০শে এপ্রিল ২০২৪

#

ছবি : সুখবর

প্রায় প্রত্যেকেই ‘বেশি বেশি বই পড়ুন’ এই পরামর্শটা পেয়ে থাকেন। কেবল পরামর্শ নয়, এখন বেশ কিছু প্রতিষ্ঠানও গড়ে উঠেছে পাঠাভ্যাস বাড়ানোর জন্য। আসলে বই পড়ে কী লাভ, কেন পড়তে হবে বই এ সম্পর্কে চলুন জানা যাক-

নতুন কিছু জানতে

বই পড়ার মাধ্যমে আপনি নতুন নতুন জিনিস, তথ্য ও নতুন যে কোনো সমাধান জানতে পারবেন। আপনি কি জানেন, পৃথিবীতে অধিকাংশ মানুষেরই প্রিয় শখ হলো বই পড়া।

এর মাধ্যমেই অনেকে নিজ ক্যারিয়ার খুঁজে পেয়েছেন এবং জীবনে বেশ সফল হয়েছেন।  

আত্মোন্নয়ন ঘটাতে

বই পড়ার মাধ্যমে আপনি নতুন এক সত্ত্বায় রূপান্তরিত হয়ে যেতে পারেন। এর মাধ্যমে আপনি বিশ্বকে আরও গভীরভাবে জানতে ও বুঝতে পারবেন। আত্মবিশ্বাস এবং আত্মোন্নয়নের ওপর অনেক বই আছে, যেগুলো পড়ে খুব সহজেই সাফল্যের নতুন এক দ্বার খুঁজে পেতে সক্ষম হবেন। ভবিষ্যতের ব্যাপারে অনেক অজানা তথ্যও আপনি বই পড়ার মাধ্যমে উদ্ধার করতে পারবেন।

আরো পড়ুন : ত্রিশের আগেই আপনার যে কাজগুলো করা জরুরি

বোঝার ক্ষমতা বৃদ্ধি করে

আপনি যত পড়বেন, তত আশেপাশের বিষয় সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পোষণ করতে পারবেন। যেমন— নতুন কোনো স্থান, প্রাণী কিংবা ঐতিহ্য সম্পর্কে খুব সহজ একটি ধারণা পেতে পারেন বই পড়ে। যে কোনো বিষয়ের সত্যতাও খুব সহজে উপলব্ধি করতে পারবেন বই ঘেঁটে। জীবনের যে কোনো নিয়মকানুন, আচার-ব্যবহার জানতে পারবেন এর মাধ্যমে। মনে রাখবেন, খেলা শুরুর আগে নিয়মগুলো জেনে নেওয়া খুব জরুরি।

কাজের প্রস্তুতি নেওয়া

কোনো কাজ শুরু করার আগে কোথা থেকে সাহায্য এবং নির্দেশনা চাইবেন এক্ষেত্রে নিঃসন্দেহে বই আপনাকে সাহায্য করতে পারবে। আজকের যুগে কোনো মানুষের কাছে সাহায্যের প্রার্থনা না জানিয়ে বইয়ের মাধ্যমে খুব সহজেই সমাধান পেয়ে যাওয়া সম্ভব। যেমন—নতুন কিছু রান্না করার আগে মেনু পড়ে নিন, প্রযুক্তির কোনো সামগ্রী ব্যবহার করার আগে ম্যানুয়াল ভালো মতো পড়ে নিন। এসব ব্যবহারই আপনাকে সাহায্য করবে নতুন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে।

কল্পনাশক্তি বাড়াতে

বই পড়ার মাধ্যমে আপনার কল্পনাশক্তির বৃদ্ধি ঘটে এবং এটি প্রমাণিত হয় যে পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। পড়ার মাধ্যমে আপনি জীবনে একদম অন্যরকম দ্বার খুলে ফেলতে সক্ষম হবেন এবং বিভিন্ন রকম ফলাফল উদ্ঘাটন করতে পারবেন। মনের মধ্যে জেগে ওঠা অজানা যে কোনো প্রশ্নের উত্তরও নিমিষেই পেয়ে যেতে পারেন বই পড়ে। 

এস/ আই.কে.জে/


বই পড়া পরামর্শ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250