বৃহস্পতিবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

টকশো তারকাদের যে দাবি

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৩৯ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত কোন অনুষ্ঠানের দর্শক বেশি- এমন প্রশ্নের নির্ভুল উত্তর দেওয়া কঠিন। তবে গত প্রায় দুই দশকের টেলিভিশন অনুষ্ঠানের টিআরপি লক্ষ্য করলে দেখা যায়, ঘুরেফিরে জনপ্রিয়তার শীর্ষে প্রায়ই থাকছে টকশো। রাজনীতি সচেতন ও রাজনীতি মনস্ক মানুষের কাছে হালের জনপ্রিয় বিষয় হচ্ছে টেলিভিশন ও ইউটিউবে প্রচারিত টকশো। 

দিনের আলোচিত ঘটনার ফোকাস থাকে টকশোতে। সময় বদলের সঙ্গে সঙ্গে টকশো তারকাদেরও মুখ বদলায়। দলদাস কতিপয় টকশো আলোচককে প্রায় সময় টিভি স্ক্রিন দখল করে রাখতে দেখা গেছে অতীতে বিভিন্ন সময়। তবে সব ছাপিয়ে বেশ কজন অতিথি আছেন, যারা সব সরকারের সময় বলিষ্ঠ ভূমিকা রেখেছেন ও রাখছেন। এসব টকশো তারকা এবার নতুন দাবি সামনে এনেছেন।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গত ৫ই আগস্টের অভূতপূর্ব পরিবর্তনের পর টকশোতেও লক্ষ্য করা গেছে অতিথি তালিকায় পরিবর্তন। তবে এ নিয়ে যতোটা আলোচনা, তার চেয়ে এখন বেশি আলোচনা হচ্ছে অতিথিদের সম্মানী নিয়ে, সামনে আসছে তাদের আন্দোলনের বিষয়টিও। জনপ্রিয় টকশোর আলোচকদের অন্তত বিশজনের বেশি অতিথি তাদের সম্মানী বাড়ানোর দাবিতে টকশোতে অংশ নিচ্ছেন না।

টকশোতে অংশ নেওয়া একাধিক অতিথি গণমাধ্যমকে জানিয়েছেন, সম্মানজনক সম্মানী নিশ্চিত না হলে তারা আর টকশোতে অংশ নেবেন না। তাদের বক্তব্য, টেলিভিশনে অংশ নেওয়া যে কোনো আলোচকের বক্তব্য কর্তৃপক্ষ চারটি মাধ্যমে ব্যবহার করেন। টেলিভিশনের বাইরে তাদের ফেসবুক, ইউটিউব, রিলে নানাভাবে আলোচিত অংশ প্রচার করে বাড়তি আয় করে থাকেন টেলিভিশন কর্তৃপক্ষ। অথচ অতিথিরা খুব সামান্যই সম্মানী পেয়ে থাকেন। 

টকশো’র অতিথিদের এক চিঠিতে বলা হয়েছে, গত ২০ বছরে টকশো’র অতিথিদের সম্মানী বাড়েনি। একই জায়গায় আটকে আছে। অথচ এর মধ্যে জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বেড়েছে। বর্তমান বাস্তবতায় সম্মানীর পরিমাণ বাড়ানো জরুরি হয়ে পড়েছে। 

এমন পরিস্থিতিতে সমমনা কয়েকজন টকশো অতিথি সিদ্ধান্ত নিয়েছেন যে, ৫ হাজার টাকার কম সম্মানীতে কোনো টকশোতে তারা অংশ নেবেন না। আর তা কার্যকর শুরু হয়েছে ১০ই ফেব্রুয়ারি থেকে।  

যারা টকশোতে অংশ নিচ্ছেন না, তারা হলেন- মাহমুদুর রহমান মান্না, মাহবুব কামাল, আবু আলম শহীদ খান, জোনায়েদ সাকি, রুমিন ফারহানা, এম এ আজিজ, মাসুদ কামাল, গোলাম মোর্তোজা, ডা. জাহেদ উর রহমান, আশরাফ কায়সার, ডা. শাখাওয়াত হোসেন সায়ন্থ,  আসাদুজ্জামান ফুয়াদ, নূরুল হক নুর, রাশেদ খান, এমরান সালেহ প্রিন্স, শহিদুল ইসলাম বাবুল, আসাদুজ্জামান রিপন, নিলোফার চৌধুরী মনি ও   সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

হা.শা./কেবি

টকশো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন