বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’ *** নতুন মার্কিন নীতি বাংলাদেশের উপর যে প্রভাব ফেলবে *** ‘কর্মক্ষেত্রে কাজের চাপ পুরুষদের সমকামী করে তুলতে পারে’ *** মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার, সিনিয়র সহকারী সচিব কারাগারে *** নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র, খোঁজ-খবর রাখবে

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকায় দেশ ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক হস্তক্ষেপের পর নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কিউবার প্রেসিডেন্ট করার একটি প্রস্তাবের জবাবে ট্রাম্প বলেছেন, বিষয়টি তার কাছে বেশ পছন্দ হয়েছে। গতকাল রোববার (১১ই জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি একটি পোস্ট শেয়ার করে এই মন্তব্য করেন।

যদিও এটি কোনো দাপ্তরিক পরিকল্পনা কি না তা স্পষ্ট নয়, তবে ভেনেজুয়েলায় সাম্প্রতিক সফল অভিযানের পর ট্রাম্পের এমন মন্তব্যকে লাতিন আমেরিকার দেশগুলোর জন্য এক অশনিসংকেত হিসেবে দেখা হচ্ছে। খবর এএফপির।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজে একজন কিউবান-আমেরিকান অভিবাসী দম্পতির সন্তান এবং কিউবার সমাজতান্ত্রিক শাসনব্যবস্থার কড়া সমালোচক। ট্রাম্প প্রশাসনে তার ক্রমবর্ধমান ক্ষমতার কারণে সোশ্যাল মিডিয়ায় অনেকেই কৌতুক করে তাকে ‘কিউবার হবু প্রেসিডেন্ট’ বা ‘ইরানের শাহ’ হিসেবে মিম বানাচ্ছেন। ট্রাম্প সেই রসিকতাকেই উসকে দিয়ে ‘সাউন্ডস গুড টু মি’ বলায় কিউবান সরকারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

৩রা জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে গ্রেপ্তারের পর থেকেই কিউবাকে টার্গেট করছেন ট্রাম্প। তার দাবি, কিউবা এত দিন ভেনেজুয়েলার তেলের ওপর নির্ভর করে টিকে ছিল, যা এখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রাম্প কিউবা সরকারকে সতর্ক করে বলেন, ‘দেরি হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে এসো। ভেনেজুয়েলা থেকে আর কোনো তেল বা অর্থ কিউবায় যাবে না।’

ট্রাম্প আরও দাবি করেন, মাদুরোকে ধরার অভিযানে নিরাপত্তা কাজে নিয়োজিত ৩২ জন কিউবান সদস্য নিহত হয়েছেন। তিনি কিউবান বাহিনীকে ‘দস্যু ও চাঁদাবাজ’ হিসেবে অভিহিত করে বলেন, ভেনেজুয়েলাকে রক্ষা করার জন্য এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন সেনাবাহিনী রয়েছে।

তবে শুধু কিউবা নয়, কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ওপরও চরম ক্ষুব্ধ ট্রাম্প। গত সপ্তাহে তিনি কলম্বিয়াকে ‘অসুস্থ মানুষের দেশ’ এবং পেত্রোকে ‘অসুস্থ মানুষ’ হিসেবে অভিহিত করেছেন। এমনকি কলম্বিয়ায় মার্কিন সামরিক অভিযানের আশঙ্কা নিয়ে এক প্রশ্নের জবাবেও ট্রাম্প তার সিগনেচার টিউন ‘সাউন্ডস গুড টু মি’ ব্যবহার করে ইতিবাচক ইঙ্গিত দেন।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250