বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

সেনা মোতায়েনের পথে সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৮ পূর্বাহ্ন, ১৯শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

সিরিয়ায় দ্রুজ জনগোষ্ঠী-অধ্যুষিত সুয়েইদা প্রদেশে ৬ দিনের সহিংসতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এদিকে দ্রুজ গোষ্ঠীকে রক্ষার নামে ওই অঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। এ পরিস্থিতিতে ওই প্রদেশে আবার সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ইসলামপন্থী সরকার।

গত রোববার (১৩ই জুলাই) দেশটির দক্ষিণাঞ্চলের এই প্রদেশে নতুন করে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। দ্রুজ যোদ্ধা ও সুন্নি বেদুইন গোষ্ঠীর সদস্যদের মুখোমুখি সংঘর্ষে শত শত মানুষ নিহত হন। খবর রয়টার্সের।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্রুজ যোদ্ধা ও সুন্নি বেদুইন গোষ্ঠীর সদস্যদের শান্ত করতে আবার সুয়েইদা প্রদেশে সেনা মোতায়েন করা হচ্ছে। এই অঞ্চলে সংঘাতের অবস্থার অবনতি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যই আবার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কান নিউজ অনুসারে, ইসরায়েল এর আগে সতর্ক করে বলেছিল, দক্ষিণাঞ্চল থেকে সিরিয়া সরকারি বাহিনীকে সরে যেতে হবে। এই সতর্কবার্তা দেওয়ার পরই সিরিয়ার পালমিরা-হোমস মহাসড়কে হামলা চালায় ইসরায়েল। তারা মূলত সুন্নি বেদুইন গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করেই হামলা করে। এই হামলার দুইদিন পর আবার সিরিয়ার রাজধানী দামেস্কেও হামলা চালায় ইসরায়েল।

জে.এস/

দ্রুজ সম্প্রদায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন