শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া: পুতিন *** আড়াই ঘন্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি *** ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি *** খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার *** প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা মাহফুজ আনামের *** প্রসাধনী শিল্পে ব্যবহৃত তেলের জন্য হাঙর শিকার, বিলুপ্তি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ *** শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা *** ‘তারেক রহমান যাকে ইচ্ছা তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন’ *** শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে *** চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে: মির্জা ফখরুল

সপ্তাহে পাঁচ দিন থেরাপি চলে ইলিয়াস কাঞ্চনের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৪ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বরেণ্য চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। জানা গেছে, সপ্তাহে পাঁচ দিন তাকে টার্গেট রেডিওথেরাপি দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার জামাতা আরিফুল ইসলাম।

দীর্ঘ ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেতা। তিনি বর্তমানে একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় অবস্থান করছেন। ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতির জন্য নিয়মিতভাবে চিকিৎসা চলছে। প্রতি সপ্তাহের শনি ও রোববার ছাড়া বাকি পাঁচ দিন হাসপাতালের থেরাপি সেশনে অংশ নিতে হয় তাকে।

বৃহস্পতিবার (২৩শে অক্টোবর) ‘নিরাপদ সড়ক চাই দিবস’ উপলক্ষে পূর্ব লন্ডনে ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ আয়োজনে উপস্থিত ছিলেন ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের ব্রিটেন শাখার সদস্যরা।

ইলিয়াস কাঞ্চনের সহ-অভিনেত্রী সোনিয়া, যিনি বর্তমানে লন্ডনে আছেন, নিয়মিত তার খোঁজখবর রাখছেন। তিনি বলেন, ‘চিকিৎসকরা ইলিয়াস কাঞ্চনকে কথা কম বলার পরামর্শ দিয়েছেন। আগের চেয়ে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

ইলিয়াস কাঞ্চনের বর্তমান অবস্থা সম্পর্কে জামাতা আরিফুল ইসলাম বলেন, ‘আব্বুর শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল। ছয় সপ্তাহের রেডিওথেরাপি শেষ হলে চার সপ্তাহ তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। ডিসেম্বরের শেষ দিকে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে আশা করছি।’

তিনি আরও জানান, ইলিয়াস কাঞ্চন পুরোপুরি কথা বলতে পারেন না। তবে প্রয়োজনে ছোট ছোট শব্দে সাড়া দেন। সার্জারির পর থেকে তার কথা বলা কষ্টকর হয়ে পড়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে ধৈর্য ধরে চিকিৎসা নিতে হবে।

২৬ শে এপ্রিল চলচ্চিত্রকার ইলিয়াস কাঞ্চনকে অসুস্থ অবস্থায় লন্ডনে হারলি স্ট্রিট ক্লিনিকে নিউরোসার্জারি চিকিৎসকের অধীনে নেওয়া হয়। দীর্ঘ তিন মাস নানা পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ই আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসক অপারেশনের আগে জানান, পুরো টিউমার অপসারণ করা যাবে না। এতে জীবনহানিসহ প্যারালাইজড হয়ে চলনশক্তি ও কথা বলার সক্ষমতা হারিয়ে ফেলতে পারেন তিনি। 

চিকিৎসকের সিদ্ধান্ত অনুযায়ী, টিউমারটির কিছু অংশ অপসারণ এবং বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়। মোট ৩০ দিন রেডিয়েশন ও কেমোথেরাপি দিতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এরপর চার সপ্তাহ চিকিৎসকের অবজারভেশনে থাকবেন ইলিয়াস কাঞ্চন।

জে.এস/

ইলিয়াস কাঞ্চন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250