রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

ডিএসই : বাজার মূলধন বেড়েছে ১৬ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবস বাজার ঊর্ধ্বমুখী ছিল। এতে সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে, বেড়েছে তার থেকে বেশি। একই সঙ্গে বেড়েছে সবকয়টি মূল্যসূচক। এছাড়া বাজার মূলধন বেড়েছে প্রায় ১৬ হাজার কোটি টাকা। তবে কমেছে দৈনিক গড় লেনদেনের পরিমাণ।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৩টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ১৬৬টির। এছাড়া ৪৯টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ দাম বাড়া এবং দাম কমার তালিকায় প্রায় সমান সংখ্যক প্রতিষ্ঠান রয়েছে। তবে বড় মূলধনের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় বাজার মূলধন বড় অঙ্কে বেড়ে গেছে।

গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯ হাজার ৭৩৯ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৭৩ হাজার ৯৩০ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১৫ হাজার ৮০৯ কোটি টাকা বা ২ দশমিক ৩৫ শতাংশ। আগের সপ্তাহে বাজার মূলধন বাড়ে ৯ হাজার ১০৫ কোটি টাকা। তার আগের দুই সপ্তাহে বাড়ে ৪ হাজার ২৩৮ কোটি এবং ৩ হাজার ৬৪৭ কোটি টাকা। অর্থাৎ চার সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৩২ হাজার ৭৯৯ কোটি টাকা।

বাজার মূলধন বাড়ার পাশাপাশি গত সপ্তাহে সবকয়টি মূল্যসূচক বেড়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গত সপ্তাহে বেড়েছে ২২ দশমিক ৩০ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৩ শতাংশ। আগের সপ্তাহে এ সূচক বাড়ে ৬৬ দশমিক ২৮ পয়েন্ট বা এক দশমিক ৩০ শতাংশ।

আরও পড়ুন: সুদের হার বাড়ায় ব্যাংকে আমানত বাড়ছে

এসি/ আই.কে.জে

বাজার মূলধন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250