ছবি: সংগৃহীত
ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি তার পুত্র অনন্ত আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছেন। চলতি বছরের মার্চে ভারতের গুজরাটের জামনগরে অনুষ্ঠিত হয় অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রথম প্রাক-বিবাহ আয়োজন। সে আয়োজনের চমক কাটতে না কাটতেই এবার ২৯শে মে থেকে ১লা জুন পর্যন্ত বিদেশে হলো দ্বিতীয় দফার প্রাক-বিবাহ অনুষ্ঠান।
এবারের আয়োজন করা হয় সম্পূর্ণ একটি ক্রুজ জাহাজে। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, এবারে অতিথিদের জন্য বুক করা হয়েছিল ২০টি চার্টার বিমান। মূলত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিরা যাতে সময়মতো বার্সেলোনায় পৌঁছাতে পারেন সে জন্যই এমন ব্যবস্থা রাখেন আম্বানি দম্পতি।
আরো পড়ুন: নতুন করে প্রেম করছেন মাহি
এছাড়া পরিবারের সদস্য, ব্যবসায়িক অংশীদার, কোম্পানি কর্মকর্তা ও আয়োজন মাতাতে আনা নৃত্যশিল্পী, গায়ক ও অন্যান্য পার্ফরমারদের জন্য ব্যবস্থা করা হয়েছিল ১২টি প্রাইভেট জেটের।
অনুষ্ঠানে আসা অন্যান্য অতিথিদের জন্য রাখা হয়েছিল ১৫০টি বিলাসবহুল গাড়ি।
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রথম পর্যায়ের প্রাক-বিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন বিল গেটস, মার্ক জাকারবার্গ, রিহানা, শাহরুখ-সালমান-আমির খানসহ গোটা বলিউড। হাজির ছিলেন শচীন, ধোনিসহ ক্রীড়াঙ্গনের তারকারাও।
বলা হচ্ছে, আগামী ১২ই জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে সাতপাকে বাঁধা পড়বেন অনন্ত ও রাধিকা। তারা উভয়েই ছোটবেলার বন্ধু।
এসি/ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন