রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এমভি আব্দুল্লাহকে অনুসরণ করছে ইইউর যুদ্ধজাহাজ, জিম্মিরা নিরাপদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৪

#

প্রতীকী ছবি

জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আব্দুল্লাহকে’ ছায়ার মতো অনুসরণ করছে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মেরিটাইম সিকিউরিটি ফোর্সের একটি যুদ্ধজাহাজ। সংস্থাটির সমুদ্র নিরাপত্তা বাহিনীর বরাতে মার্কিন এক সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।  

ভারত মহাসাগরে জলদস্যুদের উৎপাত এড়াতে এবং প্রতিহত করতে কাজ করে ইউরোপিয়ান ইউনিয়নের অপারেশন আটলান্টা। এর অন্তর্ভুক্ত একটি জাহাজই ‘এমভি আব্দুল্লাহকে’ ছায়ার মতো অনুসরণ করছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। 

জিম্মিরা নিরাপদ আছে ও সোমালিয়ার তীরের দিকে যাচ্ছে জাহাজটি বলে বিবৃতিতে জানায় সংস্থাটি।  অন্যদিকে বৃহস্পতিবার (১৪ই মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডর এম মাকসুদ আলম জানিয়েছেন, জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ ‘এমভি আব্দুল্লাহ’ সোমালিয়ার উপকূলের কাছাকাছি নোঙ্গর করেছে।

আরো পড়ুন: জিম্মি বাংলাদেশি জাহাজের অবস্থান শনাক্ত

নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন জানান, ভেসেল ট্র্যাকিং ওয়েবসাইট থেকে এমভি আব্দুল্লাহর এই অবস্থান তারা জানতে পেরেছেন। 

বুধবার (১৩ই মার্চ) সন্ধ্যায় জাহাজটির সর্বশেষ অবস্থান ছিল সোমালিয়া উপকূল থেকে ১৭০ নটিক্যাল মাইল দূরে। এটি ক্রমশ উপকূলের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, ২৪ থেকে ৩০ ঘণ্টার মধ্যে জাহাজটি উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারবে।

এর আগে মঙ্গলবার (১২ই মার্চ) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে জাহাজটি নিয়ন্ত্রণে নেয় সোমালিয়ার জলদস্যুরা। সে সময়ে জাহাজটি সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে প্রায় ৭০০ মাইল দূরে ছিল। জাহাজে থাকা ২৩ জন বাংলাদেশি নাবিক ও ক্রু বর্তমানে জলদস্যুদের হাতে জিম্মি।

এইচআ/ 

জিম্মি ভারত মহাসাগর এমভি আব্দুল্লাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন