মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

এক ট্রলারে মিলল ৫৫০০ পিস ইলিশ, ১৭ লাখে বিক্রি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ১৮ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বঙ্গোপসাগরে এক ট্রলারে মিলল ৩৫ মণ অর্থাৎ ৫ হাজার ৫০০ পিস ইলিশ। যা নিলামে বিক্রি হয়েছে ১৬ লাখ ৬৪ হাজার টাকায়।

শুক্রবার (১৭ই মে) দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত হাতিয়ার চেয়ারম্যান ঘাটের সাইফুল ইসলাম মৎস্য আড়তে এসব ইলিশ বিক্রি করা হয়।

জানা যায়, হাতিয়ার বুড়িদোনা এলাকার জেলে ইউসুফ মাঝি ৪ দিন আগে ২০ জন জেলেকে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। এ সময় তিনি মোট ৫ হাজার ৫০০ পিস ইলিশ মাছ পান। শুক্রবার দুপুরে চেয়ারম্যান ঘাটের সাইফুল ইসলাম মৎস্য আড়তে নিয়ে এলে বিভিন্ন ধাপে ৩৫ মণ ইলিশ নিলামে ১৬ লাখ ৬৪ হাজার টাকায় বিক্রি করা হয়।

সাইফুল ইসলাম মৎস্য আড়তে ম্যানেজার মো. আবদুর রহমান রনি গণমাধ্যমকে বলেন, ২০ জন জেলে মাছগুলো চার দিনে ধরেছে। দুপুরে ট্রলারটি চেয়ারম্যান ঘাটে এসেছে। বিভিন্ন সাইজের মাছ ছিল। তবে বড় সাইজের ইলিশ মাছ বেশি ছিল। নিলামে দাম তুলতে তুলতে শেষ পর্যন্ত ৩৫ মণ ইলিশের দাম হয়েছে ১৬ লাখ ৬৪ হাজার টাকা।

বোটটির মালিক ইউসুফ মাঝি বলেন, মেঘনা নদীতে ইলিশ কম। তাই গভীর সমুদ্রে গিয়েছি মাছ ধরতে। সেখান থেকে আসতে আমাদের ১০-১২ ঘণ্টা সময় লেগেছে। মাছগুলো আকারে বড় হয়েছে। আলহামদুলিল্লাহ দামও ভালো পেয়েছি।

হাতিয়া মৎস্য সমিতির সভাপতি ও হরণী ইউনিয়নের চেয়ারম্যান আখতার হোসাইন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, হাতিয়া উপকূলের ৫০০ ফিশিং বোট বা ট্রলারে সাগরে মাছ আহরণ করে। সব বোট সমানভাবে মাছ পায় না। একেকজনের ভাগ্য একেক রকম এক সপ্তাহ ধরে নদীতে মাছ ধরা পড়ছে। তবে ২০ তারিখ থেকে নিষেধাজ্ঞা আছে।

ওআ/

ইলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন