বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত *** ‘আমাদের আন্দোলন ছিনতাই হয়ে গেছে’, বলছে নেপালের জেন–জি *** ছাত্রদলের প্রার্থীদের শুভকামনা জানিয়ে পোস্ট, ব্রাহ্মণবাড়িয়ার ওসিকে প্রত্যাহার *** নিজেদের সবটুকু দিয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনব: আবিদুল *** মিয়ানমারের খনিজ পেতে বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় ভারত *** ব্রিটেনে উৎসবমুখর পরিবেশে উদীচীর দ্বাদশ সম্মেলন *** জয় উপলক্ষে দোয়া ও শব্বেদারি কর্মসূচি ছাত্রশিবিরের, হবে না আনন্দমিছিল *** ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপির সালাহউদ্দিন

যারা অন্যকে ছোট করে রাজনীতি করে, তারা কাপুরুষ : কমলা হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৪

#

কমলা হ্যারিস : ছবি - সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ সমালোচনা করে তাকে 'কাপুরুষ' বলে অভিহিত করেছেন। গতকাল রোববার কমলা দাবি করেন, অন্যকে ছোট করাই ডোনাল্ড ট্রাম্পের মূল রাজনৈতিক কৌশল, যা এক ধরনের কাপুরুষতা। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পেনসিলভ্যানিয়ায় এক প্রচারণা সভায় বক্তব্য রাখার সময় এ কথা জানান কমলা। সঙ্গে ছিলেন তার রানিং মেট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ।

আজ থেকে শিকাগোয় শুরু হচ্ছে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনে। সেখানে আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলার নাম ঘোষিত হবে।

'গত কয়েকবছরে এক ধরনের বিকৃত আচরণ আমরা দেখতে পেয়েছি। বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে মনে হতে পারে একজন নেতা কতো শক্তিশালী, তা বোঝার উপায় হলো কাকে কাকে সে ছোট করতে সক্ষম হয়েছে। কিন্তু আমরা জানি, একজন নেতার শক্তিমত্তা হচ্ছে কাকে কাকে সে ওপরে উঠিয়ে এনেছে, তার ওপর', যোগ করেন কমলা।

কমলা উপস্থিত জনতাকে বলেন, 'যারা অন্যদের অপমান করে, ছোট করার চেষ্টা করে, তারা কাপুরুষ।'
তবে তিনি সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ করেননি।

শনিবার পূর্ব পেনসিলভ্যানিয়ায় নির্বাচনী প্রচারণা সভায় কমলাকে 'পাগলাটে' ও 'উগ্র' বলে অভিহিত করেন ট্রাম্প।

সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, জনপ্রিয়তার দিক দিয়ে ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমিয়ে আনতে সমর্থ হয়েছেন কমলা। জাতীয় পর্যায়ে এবং পেনসিলভ্যানিয়াসহ আটটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যে এ ধরনের ফল দেখা গেছে। নভেম্বরের নির্বাচনে জয়ী হলে কমলা হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট।

আই.কে.জে/

কমলা হ্যারিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন