মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি *** জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার *** দীপাবলিতে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশি হাইকমিশনের ভিডিও প্রকাশ *** ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তথ্য প্রকাশ, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা *** ‘জামায়াত ও আ. লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ’ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান *** সংখ্যালঘুদের বিপদে ফেলবেন না, সরকারকে মির্জা ফখরুল *** বড় পুঁজির স্বপ্ন দেখা শ্রীলঙ্কাকে ২০২ রানে থামাল বাংলাদেশ *** সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা করার নির্দেশ *** নির্বাচনে সেনা এক লাখ, পুলিশ দেড় লাখ ও ছয় লাখ আনসার মাঠে থাকবে

স্টান্টম্যানদের পাশে দাঁড়িয়ে বাস্তবের নায়ক হয়ে উঠলেন অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৭ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

পর্দায় নায়কদের যে সব ঝুঁকিপূর্ণ দৃশ্যে দেখা যায়, সেসবের নেপথ্যে থাকে স্টান্টম্যানদের দক্ষতা। অ্যাকশন দৃশ্য তো স্টান্টম্যান ছাড়া সম্ভবই হয় না। নায়কদের হয়ে তারাই জীবনের ঝুঁকি নিয়ে অ্যাকশনের মতো কঠিন কাজটি করে দেন। তবে ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ ক্ষেত্রে তারা থাকেন উপেক্ষিত। অনেক সময় শুটিংয়ে অ্যাকশন করতে গিয়ে প্রাণও হারাতে হয় স্টান্টম্যানদের।

এবার স্টান্ট পারফর্মারদের পাশে দাঁড়ালেন অক্ষয় কুমার। বলিউডের ‘খিলাড়ি’ হয়ে উঠলেন বাস্তবের নায়ক। স্টান্টম্যানদের জীবন বাঁচাতে বড় পদক্ষেপ নিলেন অক্ষয়। বলিউডের ৬৫০ জনের বেশি স্টান্টম্যান ও অ্যাকশন ক্রু মেম্বারকে নিজের খরচে ইন্স্যুরেন্সের আওতায় আনলেন তিনি। খবর বলিউড হাঙ্গামার।

অক্ষয় এমন সময়ে এ উদ্যোগ নিলেন যখন স্টান্টম্যানদের জীবনের নিরাপত্তা নিয়ে জোরেশোরে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি দক্ষিণী সিনেমা ‘ভেট্টুভাম’-এর শুটিং চলাকালীন একটি বিপজ্জনক স্টান্ট করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বর্ষীয়ান স্টান্টম্যান এস এম রাজু। অ্যাকশন দৃশ্যে একটি গাড়িকে র‍্যাম্পের ওপর দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন রাজু। কিন্তু গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে শূন্যে কয়েকবার চক্কর দিয়ে উল্টে পড়ে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

এ দুর্ঘটনার পর স্টান্ট পারফর্মারদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করে। দশকের পর দশক ধরে জীবনের ঝুঁকি নিয়ে তারা রোমাঞ্চকর সিনেমাটিক দৃশ্য উপহার দিচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রে তাদের কোনো সুরক্ষাব্যবস্থা থাকে না। থাকে না স্বাস্থ্যবিমা। তাদের জন্য বড় উদ্যোগ নিলেন অক্ষয় কুমার।

অক্ষয় কুমারের এ উদ্যোগ নিয়ে ‘ধড়ক ২’, ‘জিগরা’, ‘গুঞ্জন সাক্সেনা’, ‘অ্যান্টিম’, ‘ওএমজি ২’সহ অনেক সিনেমার স্টান্টম্যান বিক্রম সিং দহিয়া বলেন, ‘অক্ষয় স্যারের উদ্যোগে বলিউডের প্রায় ৬৫০ থেকে ৭০০ জন স্টান্টম্যান ও অ্যাকশন ইউনিট সদস্যদের ইন্স্যুরেন্সের আওতায় আনা হয়েছে। প্রত্যেকের জন্যই স্বাস্থ্যবিমা ও দুর্ঘটনাজনিত বিমা করা হয়েছে। এ পলিসিতে শুটিং সেট কিংবা সেটের বাইরে যেখানেই দুর্ঘটনা ঘটুক, ৫ থেকে সাড়ে ৫ লাখ রুপি পর্যন্ত ক্যাশ লেস চিকিৎসা সুবিধা পাবেন তরা।’

জে.এস/

বলিউড অক্ষয় কুমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250