বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

ছিল কুকুর হলো পান্ডা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৭ অপরাহ্ন, ১৪ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

চীনের একটি চিড়িয়াখানায় পান্ডার মতো দেখতে দুটি কুকুর দেখিয়ে দর্শনার্থীদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ওই দুটি ‘পান্ডা কুকুরের’ ভিডিও ছড়িয়ে পড়েছে। চীনা একটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। 

প্রতিবেদনে বলা হয়, পূর্বাঞ্চলীয় জিয়াংশু প্রদেশের তাইঝো চিড়িয়াখানায় একটি প্রদর্শনীতে দেখতে পাওয়া যায় কুকুর দুটিকে। তাদের ‘পাণ্ডা’ হিসেবে প্রদর্শন করতে সাদা-কালো রঙ করা হয়েছে।  

চিড়িয়াখানার কর্মকর্তারা গ্লোবাল টাইমসকে জানান, চাও চাও জাতের কুকুরের গায়ে কালো এবং সাদা রঙ করে পান্ডাদের মতো করা হয়েছে। ওই কুকুরগুলোকে ‘পান্ডা কুকুর’ বলে প্রদর্শন করেছেন। কোনো প্রতারণা করা হয়নি বলে দাবি তাঁদের। 

আরো পড়ুন : প্রেম ও যৌনতাহীন বিয়ের দিকে ঝুঁকছে জাপানিরা!

ওই চিড়িয়াখানায় আসল পান্ডা নেই। দর্শকদের বিভ্রান্ত করা এবং কুকুরের সঙ্গে এমন আচরণ করার জন্য তাই সমালোচিত হয়েছে কর্তৃপক্ষ।

চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবোতে অনেকে এর সমালোচনা করেছেন। একজন লিখেছেন, ‘পর্যটকদের আকৃষ্ট করার জন্য চাও চাও কুকুরকে রঙ করা মোটেও মজার বিষয় নয়।’ যদিও চিড়িয়াখানার কর্মকর্তারা বলেছেন, কুকুরের ক্ষতি হয় এমন কিছু করা হয়নি।

এর আগে ২০২০ সালে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভাইরাল হওয়া একটি ভিডিওতে একজন নারীর সঙ্গে এমন ‘পান্ডা কুকুর’ হাঁটতে দেখা যায়। পরে জানা যায়, এটি আসলে একটি রঙ করা চাও চাও জাতের কুকুর।

সূত্র : গ্লোবাল টাইমস

এস/ আই.কে.জে/  

চিড়িয়াখানা পান্ডা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন