ছবি : সংগৃহীত
চীনের একটি চিড়িয়াখানায় পান্ডার মতো দেখতে দুটি কুকুর দেখিয়ে দর্শনার্থীদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ওই দুটি ‘পান্ডা কুকুরের’ ভিডিও ছড়িয়ে পড়েছে। চীনা একটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, পূর্বাঞ্চলীয় জিয়াংশু প্রদেশের তাইঝো চিড়িয়াখানায় একটি প্রদর্শনীতে দেখতে পাওয়া যায় কুকুর দুটিকে। তাদের ‘পাণ্ডা’ হিসেবে প্রদর্শন করতে সাদা-কালো রঙ করা হয়েছে।
চিড়িয়াখানার কর্মকর্তারা গ্লোবাল টাইমসকে জানান, চাও চাও জাতের কুকুরের গায়ে কালো এবং সাদা রঙ করে পান্ডাদের মতো করা হয়েছে। ওই কুকুরগুলোকে ‘পান্ডা কুকুর’ বলে প্রদর্শন করেছেন। কোনো প্রতারণা করা হয়নি বলে দাবি তাঁদের।
আরো পড়ুন : প্রেম ও যৌনতাহীন বিয়ের দিকে ঝুঁকছে জাপানিরা!
ওই চিড়িয়াখানায় আসল পান্ডা নেই। দর্শকদের বিভ্রান্ত করা এবং কুকুরের সঙ্গে এমন আচরণ করার জন্য তাই সমালোচিত হয়েছে কর্তৃপক্ষ।
চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবোতে অনেকে এর সমালোচনা করেছেন। একজন লিখেছেন, ‘পর্যটকদের আকৃষ্ট করার জন্য চাও চাও কুকুরকে রঙ করা মোটেও মজার বিষয় নয়।’ যদিও চিড়িয়াখানার কর্মকর্তারা বলেছেন, কুকুরের ক্ষতি হয় এমন কিছু করা হয়নি।
এর আগে ২০২০ সালে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভাইরাল হওয়া একটি ভিডিওতে একজন নারীর সঙ্গে এমন ‘পান্ডা কুকুর’ হাঁটতে দেখা যায়। পরে জানা যায়, এটি আসলে একটি রঙ করা চাও চাও জাতের কুকুর।
সূত্র : গ্লোবাল টাইমস
এস/ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন