মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় নির্বাচনে দল ও প্রার্থীরা পোস্টার ব্যবহার করতে পারবেন না *** জামায়াত দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে: মির্জা ফখরুল *** দিল্লিতে বিস্ফোরণের পর মুম্বাই, উত্তরপ্রদেশে সতর্কতা জারি *** তথ্যচিত্রে ট্রাম্পের বক্তৃতা সম্পাদনায় ‘ত্রুটির’ জন্য ক্ষমা চাইলেন বিবিসির চেয়ারম্যান *** ‘প্রাইমারি শিক্ষকদের কেউ মেয়ে দিতে চায় না, তাই ৫০ বছরেও বিয়ে করতে পারিনি’ *** কিসের গণভোট, প্রশ্ন ফরহাদ মজহারের *** আন্তঃধর্মীয় ঐক্য রক্ষায় সরকারের কঠোর বার্তা *** রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান *** রোগীর দেহে প্রতিস্থাপনের জন্য দাতার ফুসফুস মেট্রোতে করে পৌঁছাল হাসপাতালে *** আসিফের মন্তব্য নিয়ে বিসিবির ব্যাখ্যা চেয়েছে বাফুফে

কিসের গণভোট, প্রশ্ন ফরহাদ মজহারের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৩ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, গণভোট কে দেবে? এই সরকারের কি এখতিয়ার আছে গণভোট দেওয়ার? তিনি (প্রধান উপদেষ্টা) তো বলছেন, এই সংবিধান রক্ষা করব। তাহলে কিসের গণভোট?

সংবিধান সংস্কারে গণভোটের দিকে সরকারের এগিয়ে যাওয়ার মধ্যে আজ সোমবার (১০ই নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ প্রশ্ন তোলেন ফরহাদ মজহার। সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।

‘নতুন বাংলাদেশ গঠনের চ্যালেঞ্জ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ‘সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ’ নামে একটি প্ল্যাটফর্ম।

পুরোনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেন এই চিন্তক। তিনি বলেন, আপনি সংবিধান রাখবেন, আবার সংবিধানবিরোধী ভূমিকাও নেবেন, দুটো তো হতে পারে না।

ফরহাদ মজহার বলেন, গত বছর ৮ই আগস্ট দেশে একটি ‘সাংবিধানিক প্রতিবিপ্লব’ হয়েছিল। বর্তমানে যাদের অন্তর্বর্তী সরকার নামে অভিহিত করা হচ্ছে, তারা শেখ হাসিনা সরকারের তৈরি করা সংবিধানের অধীনে শপথ নিয়ে অন্তর্বর্তী সরকারের জায়গা হারিয়েছে। এখন একমাত্র গণপরিষদ গঠন করে গণপরিষদের সম্মতিতে গণভোট আয়োজন বৈধ হতে পারে।

ফরহাদ মজহার বলেন, এ সরকার অন্তর্বর্তী সরকার নয়। এ সরকার উপদেষ্টা সরকার। এ উপদেষ্টা সরকারের একটাই কাজ, ঠিকমতো উপদেশ দেওয়া।...এদের কাছ থেকে বেশি কিছু পাওয়ার নেই। এখন তার উচিত হবে, যত দ্রুত সম্ভব যদি কিছু দেওয়ার থাকে সে দিয়ে যাবে। এখন একমাত্র গণপরিষদ গঠন করে সেই পরিষদের সম্মতিতে কেবল গণভোট আয়োজন বৈধ হতে পারে।

গত বছরের ৫ই আগস্ট অভ্যুত্থানের বিজয়ের পর আট তারিখের মধ্যে কোনো একটি অংশ ‘চরম বিশ্বাসঘাতকতা’ করেছে বলেও অভিযোগ করেন ফরহাদ মজহার। জুলাই অভ্যুত্থানে সৈনিকদের ভূমিকা থাকলেও ৫ই আগস্টের পরে তাদের অবদানকে অস্বীকার করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজের নির্বাহী পরিচালক সাদেক রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরের নায়েবে আমির হেলাল উদ্দিন, নতুনধারা জনতার পার্টির চেয়ারম্যান মুহাম্মাদ আবদুল আহাদ নূর, গণমুক্তি জোটের চেয়ারম্যান শাহরিয়ার ইফতেখার, যুবনেতা এ বি এম ইউসুফ, সাবেক সামরিক কর্মকর্তা হাসিনুর রহমান, জামাল হায়দার, ফেরদৌস আজিজ, অধ্যাপক দেওয়ান সাজ্জাদ, এ আর খান, জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক প্রমুখ।

ফরহাদ মজহার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250