সোমবার, ১লা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

প্যালেস্টাইনকে আজ স্বীকৃতি দিচ্ছে ইউরোপের তিন দেশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ২৮শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মঙ্গলবার (২৮শে মে) প্যালেস্টাইনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপের আরও তিন দেশ। বিকেলের দিকে এই স্বীকৃতি দেবে নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড। 

এর আগে গত সপ্তাহে নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ডের শীর্ষনেতারা পৃথকভাবে ঘোষণা দিয়ে বলেন, তাদের স্বীকৃতি ২৮শে মে থেকে কার্যকর হবে। পাশাপাশি তারা আরও দেশকে এই ঘোষণায় যুক্ত হতে আহ্বান জানায়।

আরো পড়ুন: রাফায় হামলা নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

এমন স্বীকৃতিকে আরব নেতারা স্বাগত জানিয়েছেন। উচ্ছ্বাস প্রকাশ করছেন প্যালেস্টাইনিরা। তবে এই পদক্ষেপের নিন্দা জানিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল। তারা ওইসব দেশ থেকে তাৎক্ষণিকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্তোর তখন সংবাদ সম্মেলনে জানান, দ্বিরাষ্ট্রীয় সমাধান ইসরায়েলের স্বার্থের জন্যই ভালো। এসময় তিনি বলেন, ‘নরওয়ে প্যালেস্টাইনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে ২৮শে মে। যদি দেশটিকে স্বীকৃতি না দেওয়া হয়, তবে মধ্যপ্রাচ্যে কখনোই শান্তি আসবে না।’ 

সূত্র: আল-জাজিরা 

এইচআ/  আই.কে.জে


স্বীকৃতি প্যালেস্টাইন

খবরটি শেয়ার করুন