কঙ্গনা রনৌত ও চিরাগ পাসোয়ান। ছবি: সংগৃহীত
একসময় তারা রূপালি পর্দায় জুটি বেঁধেছেন। এরপর তাদের একসঙ্গে সিনেমায় দেখা যায়নি। তবে তাদের দেখা হয়েছে রাজনীতির মাঠে। অর্থাৎ, লোকসভা নির্বাচনে। সেখানেও বিজয়ী হয়েছলন দুজনেই। এরপর নতুন করে চর্চায় উঠে আসে চিরাগ পাসোয়ান ও কঙ্গনা রনৌতের সমীকরণ। এমনকি তারা ফের জুটি বাঁধবেন কী না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। খবর আনন্দবাজার পত্রিকার।
সম্প্রতি রাজনীতি ও সাংসদ পদ নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন কঙ্গনা। বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এরপর বিষয়টি নিয়ে কথা বলেন বিহারের হাজিপুরের সাংসদ ও কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রী চিরাগ পাসোয়ান। রাজনীতি প্রসঙ্গে কঙ্গনার একটি গুণের প্রশংসাও করেছেন চিরাগ। চিরাগের মতে, কঙ্গনা রাজনৈতিকভাবে সঠিক কথা বলেন না। সোজা কথা সোজাভাবে বলেন বলেই কঙ্গনাকে পছন্দ তার।
এক সাক্ষাৎকারে চিরাগ বলেন, একটা বিষয়ে আমি নিশ্চিত। বেশিরভাগ সময়েই কঙ্গনা রাজনৈতিকভাবে সঠিক থাকার চেষ্টা করেন না। এটাই তার গুণ। তিনি সাহসিকতার সঙ্গে সমস্ত কথা স্পষ্ট করে বলতে জানেন। কঙ্গনা জানেন, কখন কোথায় কতটা বলতে হয়, মনে করেন চিরাগ। একসময়ের নায়িকার প্রশংসায় তিনি বলেন, তিনি জানেন, কখন কতটা বলতে হবে। সেটা রাজনৈতিকভাবে সঠিক কী না, সেটা তর্কের বিষয়।
২০১১ সালে ‘মিলে না মিলে হাম’ ছবিতে জুটি বেঁধেছিলেন কঙ্গনা ও চিরাগ। কিন্তু অভিনয় নিয়ে সেভাবে আর এগোতে পারেননি লোক জনশক্তি পার্টির সাংসদ। চিরাগ নিজেই জানিয়েছেন, একটা সময়ের পরে বুঝতে পেরেছিলেন, অভিনয়ে তিনি ততটা পারদর্শী নন।
জে.এস/
খবরটি শেয়ার করুন