বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ’ *** বিএনপির জোট থেকে নির্বাচন করতে চান মান্না *** ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার কথা বলা বন্ধের আহ্বান *** ‘আল্লাহ নিজেই দাঁড়িপাল্লাকে প্রতিষ্ঠিত করতে উঠে-পড়ে লেগেছে’ *** আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা *** প্রতি ৩ জনে দুজন মুক্তিযোদ্ধাই ভুয়া: নঈম জাহাঙ্গীর *** সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, সাতজন আটক *** কৃষকের ধান কেটে ভাইরাল জামায়াতের এক প্রার্থী *** যমুনার সামনে অনির্দিষ্টকাল অবস্থানের ঘোষণা জামায়াতসহ ৮ দলের *** জোহরান মামদানির নির্বাচনী প্রচার দলের নেপথ্যে থাকা কে এই বাংলাদেশি বংশোদ্ভূত জারা

মীর স্নিগ্ধর স্ক্রিপ্ট কে লিখে দেন—জানতে চাইলেন শাওন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ১২ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফ্যাসিস্ট দলের প্রধান শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে বলে মন্তব্য করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমানের (মুগ্ধ) যমজ ভাই মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)।

গতকাল মঙ্গলবার (১১ই নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তবে এটিকে অন্য দ্বারা লেখা একটি স্ক্রিপ্ট বলে মনে করেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। 

এক ফেসবুক পোস্টে শাওন স্নিগ্ধর স্ট্যাটাসটির স্ক্রিনশট শেয়ার করে শাওন বলেন, “আপনার স্ক্রিপ্ট কে লিখে দেয় ভাইয়া? অতি দ্রুত তাকে বদলে একজন ভালো স্ক্রিপ্ট রাইটার নিয়োগ দিন, প্লিজ। এই স্ক্রিপ্ট ‘লিটনের ফ্ল‍্যাট’-এর রচয়িতার চেয়েও খারাপ হয়েছে।”

মূলত স্নিগ্ধ গতকাল এক বক্তব্যে আপসহীন নেত্রী শেখ বলার পরে আপসহীন নেত্রী খালেদা জিয়া বলেন। নেটিজেনরা বলছেন, তার সেই বক্তব্যের ব্যাখ্যাই এই স্ট্যাটাস। 

মীর স্নিগ্ধ লিখেছেন, ‘অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম। এটা শুধু আমার নয় বরং বাংলাদেশের সব সাধারণ মানুষের, বিগত ১৬ বছরে অত্যাচারিত হয়েছে, এমন সব পরিবারের।’

'যত দিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, তত দিন সকাল-বিকাল, সজ্ঞানে কিংবা ঘুমের স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে।’

তিনি নিজের পোস্টে আরো লেখেন, ‘যতবার এই নাম মুখে আসে, মনে রাখবেন—তা কেবল ঘৃণা থেকেই আসে। এই খুনি শেখ হাসিনা যত দিন ফাঁসির দড়িতে না ঝুলছে, তত দিন শান্তি নেই। শেখ শেখ মুখ দিয়ে বের হবেই যত দিন না পর্যন্ত ফাঁসিতে ঝোলানো হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে।’

জে.এস/

মেহের আফরোজ শাওন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250