বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মহাকাশ থেকে পৃথিবীর যেসব স্থান দেখা যায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৪ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

বৈচিত্র্যময় আশ্চর্য সব জিনিস ছড়িয়ে আছে পৃথিবীর আনাচে-কানাচে। বিশ্বের সৌন্দর্য নিয়ে মনে মনেই গর্ব করি। বিপুল বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে পৃথিবী একটি অতি ক্ষুদ্র অংশ। সূর্যের আকর্ষণে তার চারপাশে ঘোরাই এই বিশ্বের কাজ। মানুষের আগ্রহ তাকে বিশ্ব ছাড়িয়ে মহাবিশ্বের নানা স্থানে নিয়ে গেছে। পৃথিবীর সৌন্দর্যের কিছু অংশ মহাকাশে বসেও দেখা যায়।

মহাকাশ থেকে পৃথিবীর সবচেয়ে বড় নদী, পাহাড় কিংবা প্রাচীন পিরামিড দেখতে পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক মহাকাশ থেকে আমাদের এই বিশ্বের কোন কোন জায়গাগুলো দেখতে পাওয়া যায়-

টেমস নদী, ইংল্যান্ড


টেমস দক্ষিণ ইংল্যান্ডের প্রধান নদী। এটি আমাদের বিশ্বে যেমন বিখ্যাত, তেমনই নাকি এই নদী দেখতে পাওয়া যায় মহাবিশ্ব থেকে। অন্তত কিছু নভোচারী বিশ্বাস করেন যে তারা যখন মহাকাশ থেকে লন্ডনের দিকে তাকাচ্ছিলেন, তখন তারা টেমস নদী দেখতে পেয়েছেন।

দ্য গ্রেট পিরামিড অফ গিজা, মিশর


মিশরের দ্য গ্রেট পিরামিড অফ গিজা পৃথিবীর ৭ আশ্চর্যের মধ্যে একটি। সারা বিশ্বের লাখ লাখ মানুষ প্রতি বছর এটি দেখতে যান। কিন্তু জানেন কি যে, এই পিরামিডকে মহাকাশ থেকে নাকি স্পষ্ট দেখা যায়। এই পিরামিড নির্মিত হয়েছিল আজ থেকে প্রায় ৪৫০০ বছর আগে। শোনা যায় ২০০১ সালে, একজন নভোচারী মহাকাশ থেকে পিরামিডের একটি ছবিও পাঠিয়েছিলেন।

আরো পড়ুন : কোন সময়ে কাশ্মির ভ্রমণে গেলে বরফ আর টিউলিপের দেখা পাবেন!

গ্রেট ব্যারিয়ার রিফ, অস্ট্রেলিয়া


অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফও বিশ্বের সপ্তাশ্চর্যের মধ্যে একটি। আর এটিও নাকি মহাকাশ থেকেও দেখা সম্ভব। বিশাল এই প্রাচীরটি ২৬০০ কিলোমিটার এলাকা জুড়ে ৯০০টি দ্বীপ এবং ২৫০০টি পাথর নিয়ে বিস্তৃত।

পাম দ্বীপ, দুবাই


পাম জুমেইরাহ দ্বীপ বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপ। তালগাছের আদলে তৈরি এই দ্বীপই আজ দুবাইয়ের অন্যতম পরিচয় হয়ে উঠেছে। ২০০১ সালে এর নির্মাণ কাজ শুরু হয়। দুবাইতে অবস্থিত বিশ্বের বৃহত্তম প্রকৌশল প্রকল্পটি নাকি মহাকাশ থেকে স্পষ্টভাবে দেখা যায়।

আমাজন নদী, দক্ষিণ আমেরিকা


আমাজন পৃথিবীর বিখ্যাত নদীগুলির মধ্যে একটি। ৬৪ কিলোমিটার দীর্ঘ এই নদী প্রায় ৯টি দেশের মধ্য দিয়ে বয়ে গেছে। কথিত আছে যে, মহাকাশ থেকে যদি ক্যামেরা সম্পূর্ণ জুম করা হয়, তাহলে নাকি এই নদীটি স্পষ্ট দেখা যায়।

হিমালয় পর্বতমালা, ভারত


হিমালয় এশিয়ায় অবস্থিত একটি প্রাচীন এবং বিশ্বের বৃহত্তম পর্বতমালা। এর তুষার আচ্ছাদিত চূড়া লক্ষ লক্ষ মাইল দূর থেকেও স্পষ্ট দেখা যায়। হিমালয় প্রায় ২০ হাজার ফিটের বেশি উঁচু এবং মহাকাশ থেকে নাকি এর দৃশ্য সত্যিই আশ্চর্যজনক।

গ্র্যান্ড ক্যানিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র


কলোরাডো নদীর স্রোত দ্বারা গঠিত গ্র্যান্ড ক্যানিয়ন হল একটি সংকীর্ণ উপত্যকা। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত এই উপত্যকাটি বিশ্বের বৃহত্তম গিরিখাত বলে বিবেচিত হয়। ট্রেকারদের পক্ষে একই সঙ্গে উপত্যকাগুলি স্কেল করা সম্ভব নাও হতে পারে, তবে মহাকাশ থেকে এই বিশাল উপত্যকাটি দেখা নাকি সম্ভব।

গঙ্গা নদীর ব-দ্বীপ, ভারত


গঙ্গা পৃথিবীর বৃহত্তম নদী ব-দ্বীপ। একে সুন্দরবন বা বেঙ্গল ডেল্টাও বলা হয়। এটি বাংলাদেশ এবং ভারতে ৩৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি সরাসরি দেখা কঠিন, তবে মহাকাশ থেকে এর ছবি স্পষ্টভাবে দেখা যায়।

এস/ আই.কে.জে/


পৃথিবী মহাকাশ

খবরটি শেয়ার করুন