ছবি: সংগৃহীত
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘একেবারে পাগল’ হয়ে গেছেন। আর ট্রাম্পের এমন মন্তব্যের জবাব দিয়েছে মস্কো। গতকাল সোমবার (২৬শে মে) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ট্রাম্পের মন্তব্যের জবাব দেন। খবর রয়টার্সের।
গতকাল ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সবাই অতিরিক্ত আবেগের মধ্যে রয়েছেন। তবে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনায় সহযোগিতার জন্যেআমেরিকার প্রেসিডেন্টকে অনেক ধন্যবাদ।
এদিকে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে গত রোববার (২৫শে মে) ট্রাম্প লেখেন, ‘রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার বরাবরই খুব ভালো সম্পর্ক, কিন্তু তার কিছু একটা হয়েছে। তিনি পুরোপুরি ‘পাগল’ হয়ে গেছেন!’
ক্রেমলিনের মুখপাত্র সোমবার সাংবাদিকদের বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা শুরুর জন্য আমেরিকা অনেক প্রচেষ্টা চালিয়েছে, এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ ছাড়া আলোচনার শুরু করতে সহায়তার জন্য ট্রাম্পের প্রতি রাশিয়া সত্যিকার অর্থেই কৃতজ্ঞ।
দিমিত্রি পেসকভ আরও বলেন, সবার জন্য এ সময়টা খুব গুরুত্বপূর্ণ। এ ছাড়া শান্তি প্রক্রিয়ায় জড়িত সবার ‘অত্যধিক আবেগ ও আবেগময় প্রতিক্রিয়ার’ সঙ্গে এর সংযোগ রয়েছে। তবে সব প্রতিক্রিয়া রাশিয়া সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। আর দেশের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্তই পুতিন নিচ্ছেন।
আরএইচ/
রাশিয়া-ইউক্রেন ক্রেমলিন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা
খবরটি শেয়ার করুন