ছবি: সংগৃহীত
হুট করে ক্রিকেট মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা নতুন কিছু নয়। তেমনই এক ঘটনা দেখা গেলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে। এক দর্শক মাঠে ঢুকে নিউজিল্যান্ডের তরুণ ওপেনার রাচিন রবীন্দ্রকে পেছন থেকে জড়িয়ে ধরেন।
যেহেতু আন্তর্জাতিক টুর্নামেন্ট, তার ওপর পাকিস্তানের নিরাপত্তা নিয়ে নানা সময় নানা কথা আসে। তাই স্বাভাবিক এই ঘটনাটিকেও বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে পাকিস্তান। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে সেই দর্শককে।
ঘটনার পরপরই মাঠে ঢোকা সেই দর্শককে নিরাপত্তারক্ষীরা আটক করে এবং পরে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিজ্ঞপ্তি জারি করে এও জানিয়েছে যে, সংশ্লিষ্ট দর্শককে পাকিস্তানের কোনও ক্রিকেট মাঠেই আর ঢুকতে দেওয়া হবে না।
আরো পড়ুন : ৪৫টি কারাগারে দেখানো হচ্ছে ভারত–পাকিস্তান ম্যাচ
মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি) পিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রাওয়ালপিন্ডিতে এক দর্শক মাঠে ঢুকে পড়ায় নিরাপত্তা লঙ্ঘিত হওয়ার ঘটনাকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখছে পিসিবি। খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের নিরাপত্তা আমাদের কাছে বরাবর অগ্রাধিকার পায়। দায়িত্বশীল সংস্থা হিসেবে পিসিবি স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছে। পাকিস্তানের সব ভেন্যুতেই খেলার সময় মাঠে বাড়তি নিরাপত্তা কর্মী মোতায়েন করার ব্যবস্থা করা হয়েছে।’
'যে দর্শক মাঠে ঢুকেছিল, তাকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে পেশ করা হয়। সেই সঙ্গে পাকিস্তানের সব ভেন্যুতে ঢোকা থেকে আজীবন নির্বাসিত করা হয়েছে তাকে। এমন ঘটনা আটকাতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হচ্ছে।’
এস/ আই.কে.জে