মঙ্গলবার, ২৪শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-বেইজিংয়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ১৯শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। আজ সোমবার (১৯শে মে) ঢাকাস্থ চীনা দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাসসের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রোববার বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা দু’জন এসময় অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথা বলেন।

গতকাল রোববার (১৮ই মে) বৈঠকে চীন ও বাংলাদেশ এ দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলেও জানানো হয়।

এদিকে গত ২৬শে মার্চ চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চারদিনের সফরে চীনে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওই সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়।

দুই দেশের সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে- ক্লাসিক সাহিত্য অনুবাদ ও প্রকাশনা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বিনিময় ও সহযোগিতা, সংবাদ ও গণমাধ্যম বিনিময়, ক্রীড়া এবং স্বাস্থ্য খাত সম্পর্কিত সহযোগিতা।

এছাড়া উভয় দেশ মিলে যে পাঁচটি ঘোষণা দিয়েছে, এর মধ্যে রয়েছে বিনিয়োগ বিষয়ক আনুষ্ঠানিক আলোচনার সূচনা, চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চল চালুর ঘোষণা, মংলা বন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ ও একটি কার্ডিয়াক সার্জারি যানবাহন অনুদান প্রদান।

আরএইচ/

চুক্তি স্বাক্ষর সমঝোতা স্মারক বাংলাদেশ-চীন সম্পর্ক বেঠক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন