ছবি: সংগৃহীত
রাজধানীর ফার্মগেট এলাকায় তিনটি ককটেল উদ্ধার করেছে সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিম। তারপর তা সফলভাবে নিষ্ক্রিয় করা হয়।
শনিবার (৮ই ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ফার্মগেট আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশের লেগুনাস্ট্যান্ড থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান গণমাধ্যমকে বলেন, ফার্মগেট থেকে উদ্ধার হওয়া তিনটি ককটেল পুরাতন বাণিজ্য মেলার মাঠে নিয়ে নিষ্ক্রিয় করেছে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
ওআ/কেবি