সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে ইসির সংলাপ আজ, কাল নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে *** জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের *** অ্যানথ্রাক্স প্রতিরোধে রংপুর বিভাগে ৩০ লাখ টিকা সরবরাহ করবে এলআরআই *** ধনসম্পদের দেবী লক্ষ্মীর পূজা আজ *** শহিদুল আলমদের জাহাজের ওপর দিয়ে উড়ে গেল ‘ইসরায়েলি সামরিক বিমান’ *** ধর্ম অবমাননার বিরুদ্ধে আরও কঠোর আইন প্রয়োজন: ছাত্রশিবির *** ফেব্রুয়ারিতেই অমর একুশে বইমেলা চায় সাংস্কৃতিক ঐক্য *** দুই দশক পর গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার *** দায়িত্ব ছাড়ার আগে উপদেষ্টাদের পাসপোর্ট জব্দ করা উচিত: মাসুদ কামাল *** ৬১ শতাংশ আমেরিকান ইহুদির বিশ্বাস ইসরায়েল ‘যুদ্ধাপরাধী’

৬১ শতাংশ আমেরিকান ইহুদির বিশ্বাস ইসরায়েল ‘যুদ্ধাপরাধী’

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সবচেয়ে বেশি ইহুদির বাস মার্কিন যুক্তরাষ্ট্রে। 'ইহুদি রাষ্ট্র' হিসেবে পরিচয় দেওয়া ইসরায়েলের তুলনায় বেশি ইহুদি বসবাস করেন সেখানে। সেই মার্কিন মুলুকে বেশিরভাগ ইহুদি বিশ্বাস করেন ইসরায়েল গাজায় 'যুদ্ধাপরাধ' করেছে। তাদের একটি বড় অংশের বিশ্বাস—ইসরায়েল গাজায় 'গণহত্যা' চালিয়েছে। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত জরিপের ফলাফলে এমনটি জানা যায়।

জরিপে অংশ নেওয়া মার্কিন ইহুদিদের ৬১ শতাংশ বলেছে, তারা মনে করেন গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে। শুধু তাই নয়, তাদের মধ্যে প্রতি ১০ জনের চারজন বিশ্বাস করেন যে ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়েছে।

জরিপের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুসালেম পোস্ট জানিয়েছে—মার্কিন ইহুদিদের ৬৮ শতাংশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন।

এতে আরও বলা হয়—প্রায় ৪৮ শতাংশ মার্কিন ইহুদিদের মতে, নেতানিয়াহুর নেতৃত্ব 'নিম্নমানের'। পাঁচ বছর আগে পিউ গবেষণায় এই সংখ্যা ছিল ২৮ শতাংশ। অর্থাৎ, গত পাঁচ বছরে মার্কিন ইহুদিদের কাছে নেতানিয়াহুবিরোধী মনোভাব ২০ শতাংশ বেড়েছে।

আশা করা যায়, যে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন নিয়ে ইসরায়েল মধ্যপ্রাচ্যে তাণ্ডব চালিয়ে যাচ্ছে সেই যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইহুদিদের এমন মনোভাব ইসরায়েলের প্রতি মার্কিন প্রশাসনের 'এক চোখা' নীতিতে কিছুটা হলেও প্রভাব ফেলবে।

অন্তত ইসরায়েলকে নিয়ে জনমনে যে ঘৃণা তৈরি হচ্ছে তা ফিলিস্তিনি ভূখণ্ডে জোর করে সৃষ্টি করা দেশটির বৈধতা নিয়ে বিশ্বব্যাপী ওঠা প্রশ্নকে আরও জোরালো করবে।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের ২০২৩ সালের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইহুদির সংখ্যা ৭৪ লাখ ৬০ হাজার ৬০০ জন। অন্যদিকে, ইসরায়েলে ইহুদির সংখ্যা ৭৪ লাখ ২৭ হাজার। বিশ্বে মোট ইহুদির সংখ্যা ১ কোটি ৭১ লাখ ৬১ হাজার ১০০ জন।

ইসরায়েল গাজায় গণহত্যা ইহুদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250