শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আইসিইউতে ঢুকে রোগীকে কামড়ে দিলো ইঁদুর!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন এক রোগী। সেখানেই তার হাতে পায়ে দেখা দেয় ক্ষতচিহ্ন। আর তাতে চমকে উঠেন স্বাস্থ্যকর্মীরা। পর্যবেক্ষণে বের হয়ে আসে অবাক কাণ্ড। সেখানে ঢুকে পড়েছে ইঁদুর। আর তাতেই ঘটেছে বিপত্তি।

রোববার (১১ই ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম  এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চিকিসৎকরা জানিয়েছেন, আইসিইউতে থাকা ওই রোগীর ডান হাতের আঙ্গুল ও পায়ের গোড়ালিতে ইঁদুরের কামড়ের চিহ্ন দেখা গিয়েছে। এরপর পরিচারক বিষয়টি চিকিৎসককে অবহিত করেন। আর বিস্ময়কর ঘটনাটি ঘটেছে ভারতের তেলঙ্গানা রাজ্যের কামারেড্ডির একটি হাসপাতালে।

আরো পড়ুন: বিড়ালের মূল্য হাজার কোটি টাকার বেশি!

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যের ওই সরকারি হাসপাতালে ৪৩ বছর বয়সী এক ব্যক্তি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। এরপর সেখানে ওই রোগীকে ইঁদুর কামড়ে দেয়। এ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, হায়দরাবাদের একটি হাসপাতালে অস্ত্রোপচারের পর তেলেঙ্গনার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। গত এক সপ্তাহ ধরে তিনি আইসিইউতে রয়েছেন তিনি।

এ ঘটনায় কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, আইসিইউয়ের পাশের ডায়ালাইসিসের একটি ইউনিট রয়েছে। সেখানে রুম পুনর্নির্মাণের কাজ চলছে। এছাড়া হাসপাতালের মেঝেতে অনেকক্ষণ রোগীদের খাবারের থালা উন্মুক্ত অবস্থায় পড়ে থাকে। এসব কারণে আইসিইউতে ইঁদুরের উপদ্রব বেড়েছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি যাতে তৈরি না হয় সেদিকে নজর দেওয়ার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: এনডিটিভি

এইচআ/  

ভারত ইঁদুর আইসিইউ

খবরটি শেয়ার করুন