ছবি : সংগৃহীত
কর্মজীবীরা সপ্তাহের একটি দিন একটু ভালো কিছু করে খাওয়ার চেষ্টা করেন। কারণ অনান্য দিনে ব্যস্ততার কারণে কিছু একটা রান্না করে চালিয়ে দেন তারা। তবে এবারের সাপ্তাহিক ছুটির দিনে নানা উপকরণ দিয়ে রান্না করতে পারেন ডালের বড়ি দিয়ে ইলিশ মাছ। খেতেও ভিন্নরকম লাগবে। রইলো রেসিপি-
আরো পড়ুন : কুমড়া পাতা দিয়ে মজার নাশতা
উপকরণ: ইলিশ মাছ ৪ টুকরা, ডালের বড়ি ২০০ গ্রাম, পেঁয়াজবাটা আধা কাপ, আদাবাটা আধা চা-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, কালিজিরা সামান্য, কাঁচা মরিচ ২-৩টি, শর্ষের তেল ১ কাপ, লবণ স্বাদমতো ও গরম পানি ৬ কাপ।
প্রণালি: ইলিশ মাছে সামান্য পরিমাণে লবণ ও হলুদ মেখে নিন। প্যানে আধা কাপ তেল গরম করে নিন। ডালের বড়ি ভেজে তুলে নিন। বাকি তেলে মাছ ভেজে নিন। একই তেলে কালিজিরার ফোড়ন দিন। একে একে বাকি সব মসলা দিয়ে কষিয়ে গরম পানি দিন। পানি ফুটে এলে ভেজে রাখা ডালের বড়ি ও মাছ দিয়ে দিন। ঝোল কিছুটা কমে এলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
এস/ আই.কে.জে/