সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ *** ফিলিস্তিন স্বাধীন হলে গ্যাসক্ষেত্র থেকেই বছরে আয় করবে ৪০০ কোটি ডলার

তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের সরাসরি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৮ পূর্বাহ্ন, ১৭ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা প্রায় তিন বছরের বেশি সময় পর সরাসরি আলোচনায় বসলেন। তারা বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। তবে ১ হাজার করে যু্দ্ধবন্দী বিনিময়ে রাজি হয়েছে উভয় দেশ। গতকাল শুক্রবার (১৬ই মে) তুরস্কের ইস্তাম্বুল শহরের দোলমাবাচে প্রাসাদে এ বৈঠক হয়। আল জাজিরার।

গতকাল ওই বৈঠকে রাশিয়ার প্রতিনিধিদলের প্রধান ছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি। আর ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রুস্তেম উমেরভ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে শুরু হওয়া যুদ্ধ বন্ধই ছিল এ বৈঠকের লক্ষ্য।

এদিকে গতকাল বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধিদলের প্রধানেরা জানান, আলোচনায় হওয়া সমঝোতা অনুযায়ী, এক হাজার জন করে বন্দী বিনিময় করা হবে। যা দুই দেশের মধ্যে সবচেয়ে বড় বন্দী বিনিময়। তবে যুদ্ধবিরতি নিয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের বিষয়েও আলোচনা হয়।

ইউক্রেনের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, মস্কো যুদ্ধ বন্ধের জন্য যেসব শর্ত দিয়েছে, তার একটি হলো ইউক্রেনকে নিজেদের কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে। তবে রাশিয়ার এ দাবি অযৌক্তিক। 

গতকাল রাশিয়-ইউক্রেন বৈঠকের পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি বলেছেন, ‘ইস্তাম্বুল বৈঠকের ফলাফল নিয়ে মস্কো সন্তুষ্ট। কিয়েভের সঙ্গে তারা আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত।

এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকেই ইউক্রেন যুদ্ধ বন্ধে বেশ তৎপর। তিন গতকাল শুক্রবারের বৈঠকে উপস্থিত থাকার আশাবাদ জানালেও থাকতে পারেন নি। তবে ট্রাম্প জানিয়েছেন, পুতিনের সঙ্গে তার সরাসরি সাক্ষাৎ ছাড়া যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি হবে না।

আরএইচ/

আমেরিকা ইস্তাম্বুল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন