ছবি: সংগৃহীত
গত বছরের জুলাই অভ্যুত্থানের পর দেশে বেশ কয়েকটি বড় কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। সেখানে দেশি-বিদেশি শিল্পীরা অংশ নিয়েছেন। তবে চোখে লেগেছে পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণ। এরই মধ্যে পাকিস্তানের একাধিক শিল্পী ও ব্যান্ড বাংলাদেশে কনসার্টে গান গেয়েছেন। এ ধারাবাহিকতায় এবার আসছেন আরও চার সংগীতশিল্পী। তারা হচ্ছেন- তালহা আনজুম, তালহা ইউনুস, আলী আজমত ও হাসান রাহিম।
পাকিস্তানের তরুণ গায়ক তালহা আনজুম ও তালহা ইউনুস- দু’জনই হিপহিপ গায়ক হিসেবে পরিচিত। এবার তারা বাংলাদেশে আসছেন গান শোনাতে।
আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও আয়োজক প্রতিষ্ঠান রিশকা কানেক্ট ও ঢাকা ব্রডকাস্ট জানায়, সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ই অক্টোবর রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
তালহা আনজুম ও তালহা ইউনুস পাকিস্তানের জনপ্রিয় র্যাপার। স্কুলজীবনে দুজন মিলে ‘ইয়াং স্টানার্স’ নামে ডুয়ো ব্যান্ড গঠন করেন। ২০১৩ সালে ‘বার্গার-এ-করাচি’ গান দিয়ে জনপ্রিয়তা পান তারা। এরপর দু’জনেই একক ক্যারিয়ারের দিকে মনোনিবেশ করেন।
এদিকে আরও একটি কনসার্টে অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের ব্যান্ড ‘জুনুন’র ভোকাল আলী আজমত। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আয়োজক প্রতিষ্ঠান জানায়, আগামী ১৪ই নভেম্বর কনসার্টটি রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা যায়, সেই কনসার্টে বাংলাদেশের নগরবাউল মাহফুজ আনাম জেমসও মঞ্চে থাকবেন। কনসার্টের শিরোনাম দেওয়া হয়েছে ‘আলী আজমত দ্য ভয়েজ অব জুনুন অ্যান্ড নগরবাউল জেমস লাইভ ইন ঢাকা’।
পাকিস্তানের আলী আজমত এর আগে জুনুন ব্যান্ডের সঙ্গে বাংলাদেশে এলেও এবারই প্রথম একক সফরে আসছেন। এ নিয়ে তৃতীয়বার বাংলাদেশে আসছেন এ শিল্পী। তিনি ঢাকায় শেষবার কনসার্ট করেন ২০১৯ সালে।
১৯৯১ সালে প্রকাশ পায় সুফি ঘরানার ব্যান্ড জুনুনের প্রথম অ্যালবাম ‘জুনুন’। শুরু থেকেই জুনুনের সঙ্গে আছেন আলী আজমত। ব্যান্ডের পাশাপাশি তিনি এককভাবে গেয়েছেন বলিউডেও। প্রথম গান ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘পাপ’ সিনেমার ‘গরজ বরাজ’।
এ ছাড়াও গত মাসে দুই দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানের এ সময়ের সবচেয়ে চাহিদাসম্পন্ন মডেল ও অভিনেত্রী হানিয়া আমির। স্বল্প সময়ের সফরে বাংলাদেশে এসে ঢাকার প্রেমে পড়ে গেছেন বলেও জানান পাকিস্তানি এই অভিনেত্রী। ঘুরে দেখেন ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থান।
এদিকে গেল বছরের আলোচিত কনসার্ট ছিল ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর এটিই ছিল প্রথম বড় কোনো আয়োজন। যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে ২৮শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় কনসার্টটি।
এতে মূল আকর্ষণ ছিল পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জল’। শিল্পী গওহর মুমতাজের গানে সেদিন মুগ্ধ হয়েছিল আগত শ্রোতারা। এর আগে ২০১০ সালে ঢাকায় প্রথম গান করেছিল ব্যান্ডটি। এ ছাড়াও গত বছরেই ঢাকার শ্রোতাদের গান শোনাতে দুবার আসে পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। গত বছরের এপ্রিলে ‘লেটস ভাইভ’ নামে এক আয়োজনে গান করেন তিনি।
এরপর ২৯শে নভেম্বর আবারো রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের কনসার্টে অংশ নেন এ শিল্পী। এর আগেও আরও দুবার ঢাকায় গান করে গেছেন আতিফ। সব মিলিয়ে বাংলাদেশে মোট চারবার সফর করে গান শোনান এ শিল্পী।
এদিকে আতিফের সঙ্গে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের কনসার্টে ২৯শে নভেম্বর অংশ নেন পাকিস্তানের আরেক শিল্পী আব্দুল হান্নান। তরুণ এ শিল্পীর এটিই ছিল প্রথম ঢাকা সফর। গত বছরের ২১শে ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভ্যুলেশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্টে গান পরিবেশন করেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলী খান। এরপর বিপিএল উদ্বোধনী আয়োজনেও গান করেন এ শিল্পী।
সর্বশেষ ঢাকা মাতিয়ে যায় পাকিস্তানের আরেক ব্যান্ড ‘কাভিশ’। ২৪শে জানুয়ারি রাজধানীর সেনাপ্রাঙ্গণে ‘ঢাকা ড্রিমস : কাভিশ লাইভ ইন কনসার্ট’ শিরোনামের আয়োজনে গান শোনান তারা। এটিই ছিল এ দলের প্রথম ঢাকা সফর।
জে.এস/
খবরটি শেয়ার করুন