ছবি: সংগৃহীত
পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্টের দুর্গম পথ পাড়ি না দিয়েই অভিযাত্রীদের মাঝে সহায়তা পৌঁছে দিচ্ছেন মিলান পাণ্ডে নামক এক ড্রোনচালক। পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় অভিযানে যাওয়া অভিযাত্রীদের কাজ সহজ করে দিতে তিনি এভােরেস্টর বেজক্যাম্প থেকে ড্রোন নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট স্থানে সহায়তা পৌঁছে দিচ্ছেন বলে জানা গেছে। খবর সিএনএন-এর।
মিলান পাণ্ডে তার ড্রোন দিয়ে যে মই, দড়ি ও অক্সিজেন পরিবহন করতে পারেন, তা অভিযাত্রীদের সঙ্গে থাকা শেরপাদের কাজকে আরও সহজ করে দেবে। এভারেস্টের বেজক্যাম্প ও ক্যাম্প ওয়ানের মাঝে খুম্বু আইসফল পেরোনোর সময় তা কাজে লাগবে। এ স্থানে অনেকের প্রাণ হারানোর ঝুঁকি থাকে।
সিএনএন সূত্রে জানা যায়, এভারেস্টের কাছাকাছি পাহাড় এবং পর্বত থেকে আগত বিশেষজ্ঞ শেরপারা বিগত সাত দশক ধরে এভারেস্টে আরোহীদের জন্য চলাচল এবং পথ তৈরি করে আসছেন। তবে এ প্রক্রিয়ায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন।
এদিকে স্থানীয় ড্রোন ম্যাপিং স্টার্টআপ বা ড্রোন–বিষয়ক উদ্যোগ এয়ারলিফট টেকনোলজির কর্মকর্তা পাণ্ডে মনে করছেন, ড্রোন ব্যবহারের ক্ষেত্রে তাঁর প্রযুক্তিগত দক্ষতা এবং শেরপাদের কয়েক দশকের পর্বতারোহণের জ্ঞানের সমন্বয়ে এভারেস্টের যাত্রাপথকে আরও নিরাপদ করে তোলা সম্ভব হবে।
আরএইচ/
খবরটি শেয়ার করুন