সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’

জব্দ করা ল্যাপটপ ও মুঠোফোন ফেরত চেয়েছেন মডেল মেঘনা আলম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি থানায় করা চাঁদাবাজি ও প্রতারণার মামলায় জব্দ করা ল্যাপটপ ও মুঠোফোন ফেরত চেয়ে আদালতে আবেদন করেছেন মডেল মেঘনা আলম। আদালত এসব আলামতের ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে জব্দ করা এসব আলামতের মালিক কে, সেটি যাচাই করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী ৩১শে আগস্টের মধ্যে প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম মঙ্গলবার (২৯শে জুলাই) এ আদেশ দেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইয়ুম হোসেন।

এর আগে ২৮শে এপ্রিল এ মামলায় মডেল মেঘনা আলমের জামিন মঞ্জুর করেন আদালত। মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে গত ১৫ই এপ্রিল ধানমন্ডি মামলা হয়। মামলায় মেঘনা আলম, তার পরিচিত ব্যবসায়ী দেওয়ান সমিরসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এক কূটনীতিকের কাছে ৫০ লাখ ডলার অর্থ দাবির অভিযোগ আনা হয়।

মেঘনা আলম ও তার পূর্বপরিচিত ব্যবসায়ী মো. দেওয়ান সমিরকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে মেঘনা আলমের জামিন চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

গত ৯ই এপ্রিল রাতে মেঘনা আলমকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। সুনির্দিষ্ট কারণ না জানিয়ে মেঘনা আলমের আটকের ঘটনা তখন নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

জে.এস/

মেঘনা আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250