রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঘুটঘুটে অন্ধকারে মহাসড়ক পার হচ্ছে ১৪টি সিংহ!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ১৬ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঘুটঘুটে অন্ধকার চারদিকে। এর মধ্যেই মহাসড়কে গাড়ির হেডলাইটে দেখা গেল আজব দৃশ্য। কোনো জেব্রা ক্রসিং না থাকলেও থেমে গেল গাড়ি। দেখা গেল, ১৪টি সিংহ দল বেঁধে রাস্তা পারাপার হচ্ছে। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওটি প্রায় এক সপ্তাহ আগে ভারতের গুজরাটের আমরেলিতে একজন পর্যটক ধারণ করেন। 

আরো পড়ুন : ১৬ বছর ধরে কিছুই খান না এই তরুণী!

ভিডিওতে দেখা যায়, ১৪টি সিংহ আমবার্দী সাফারি পার্ক রোড পার হচ্ছিল। এতে চারটি প্রাপ্তবয়স্ক এবং ১০টি শাবক ছিল। দলটিকে নেতৃত্ব দিচ্ছিল দুটি সিংহী। এলাকাটি গির ন্যাশনাল পার্কের ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত, যা এশিয়াটিক সিংহের প্রাকৃতিক আবাসস্থল হিসেবে পরিচিত।

গুজরাটের আমরেলি জেলার ভাবনগর আমরেলি বন এশিয়াটিক সিংহ সংরক্ষণের জন্য একটি সংরক্ষিত এলাকা। এটি গির জাতীয় উদ্যানের পূর্ব দিকে অবস্থিত এবং নিউ জেসাল অভয়ারণ্যে এটি অন্তর্ভুক্ত করার পর এর আয়তন দাঁড়িয়েছে ১৬০০ বর্গ কিলোমিটার। 

সূত্র : এনডিটিভি

এস/ আই.কে.জে/


পর্যটক সিংহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন