বৃহস্পতিবার, ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা *** এনবিআরের কমিশনারসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু *** গুপ্তচর সন্দেহে বিপুলসংখ্যক আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান *** ডেঙ্গু শনাক্তে ১৯ হাজার কম্বো কিট দিল চীন *** বিশ্বকাপে চোখ রেখে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ *** সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন *** মোটর ও ইলেক্ট্রনিকস খাতে যৌথ উদ্যোগ চান বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ীরা *** আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধির সাক্ষাৎ *** সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস *** গুমে সেনাসদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে: সেনাসদর

নতুন রাজনৈতিক দল নিয়ে যা বললেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

আত্মপ্রকাশ ঘটেছে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি)। নাহিদ ইসলামকে আহ্বায়ক করে শুক্রবার (২৮শে ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে যাত্রা করে দলটি। তরুণদের গঠিত নতুন দলকে স্বাগত জানিয়েছেন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

দলটিকে অভিনন্দন জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে জেনে তাদের অভিনন্দন ও স্বাগত জানাই। আমি বিশ্বাস করি, বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ তরুণদের নেতৃত্বে নতুন রাজনীতির প্রতি মানুষের প্রত্যাশা অপরিসীম। আমি সবার মঙ্গল কামনা করছি এবং সেই সঙ্গে আশা করছি, এই নতুন দল মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। তারা গতানুগতিক রাজনীতির বাইরে জনগণের কল্যাণে কাজ করবে।

তিনি আরও বলেন, আমি মনে করি, বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দলগুলো যে রকমভাবে কাজ করছে, সেভাবে কাজ করলেই শুধু হবে না। তরুণদের নতুন চিন্তা ও নতুন জাগরণের মাধ্যমে, বিশেষ করে জুলাই বিপ্লব এবং ৫ই আগস্টের চেতনাকে ধারণ করে দল পরিচালনা করতে হবে। যে স্বপ্ন মানুষ দেখেছিল জুলাইয়ের বিপ্লবের পরে, সেই আকাঙ্ক্ষা যেন তারা পূরণ করে জাতির জন্য এবং পূরণ করার জন্য যেন সর্বাত্মক চেষ্টা করেন।

নতুন দলের প্রতি আহ্বান জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘মানুষ সমালোচনা করবে। তবে সেই সমালোচনাগুলোকে আপনারা সুন্দরভাবে গ্রহণ করবেন এবং তার মধ্যে থেকে যদি আপনাদের জন্য উপকারী কিছু থাকে, সেটি অবশ্যই গ্রহণ করবেন।’

তিনি বলেন, ‘আপনাদের জন্য শুভকামনা। আপনাদের দল অগ্রগতি লাভ করুক। শুধু ক্ষমতায় যেতে হবে, তা নয়। ক্ষমতার বাইরে থেকেও অনেক কিছু করা যায়। কাজেই দলের কাজ হলো, মানুষের কথা চিন্তা করা ও তারা কী চায়, তা প্রাধান্য দেওয়া। আশা করি, সে কথা চিন্তা করে আপনারা দল পরিচালনা করবেন।’

এইচ.এস/


ইলিয়াস কাঞ্চন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন