শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাকসুতে ২৩ পদের মধ্যে ২০টিতেই শিবিরের জয় *** দুই দাবিতে জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান ‘জুলাই যোদ্ধাদের’ *** রাকসুতে ভিপি-এজিএসে শিবির, জিএস আধিপত্যবিরোধী ঐক্যের জয় *** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ *** জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা *** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শীতের বিকেল জমে উঠুক মজাদার থাই স্যুপে!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

শীতের বিকেলে অনেকেই স্যুপ খেতে পছন্দ করেন। কারন একবাটি গরম ধোঁয়া ওঠা স্যুপ মন ভালো করে দেয় নিমিশেই। কিন্তু এই স্যুপ খাওয়ার জন্য যে সবসময় রেস্টুরেন্টেই যেতে হবে এমন কোনো কথা নেই, মজাদার থাই স্যুপ খুব সহজেই বাসায় বানাতে পারবেন। রইলো মজাদার থাই স্যুপের রেসিপি-

উপকরণ 

মুরগির ব্রেস্ট পিস-১/৪ কাপ

মাঝারি সাইজের চিংড়ি-৭/৮ পিস

বড় সাইজের মাশরুম-৪/৫ পিস

ডিমের কুসুম- ৩টি

আদা বাটা- ১/২ চা চামচ

রসুন বাটা- ১ চা চামচ

লঙ্কা গুড়ো- ১/২ চা চামচ

গোলমরিচ গুড়ো- ১/২ চা চামচ

চিলি সস- ১ চা চামচ

রসুন কুচি- সামান্য পরিমাণ

সয়া সস- ১ চা চামচ

টমেটো সস- ২ চা চামচ

আরো পড়ুন : শীতে ঘরে তৈরি করে খেতে পারেন মজাদার সেমাই পিঠা

চিনি– ১ চা চামচ

লেবুর রস- ১ চা চামচ

কর্ণফ্লাওয়ার- ৩ চা চামচ

কাঁচামরিচ- ৩/৪ টা

থাই আদা- ১/২ চা চামচ কুচি

লেমন গ্রাস- পরিমানমতো

লবণ- স্বাদমতো

চিকেন স্টক- ২ কাপ

পদ্ধতি

প্রথমে মুরগির মাংস লম্বা করে কেটে ধুয়ে নিন। একইভাবে চিংড়িগুলোকেও ভালোভাবে ধুয়ে নিন। এবার একটি বাটিতে মুরগির মাংস ও চিংড়িগুলো নিয়ে এতে একে একে  আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুড়ো, গোলমরিচ গুড়ো, স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিন।

এবার অন্য একটি বাটিতে ৩টি ডিমের কুসুম নিয়ে এতে এক এক করে চিলি সস, সয়া সস, টমেটো সস, চিনি, লেবুর রস, লবণ, কর্ণফ্লাওয়ার ও ৩ চামচ চিকেন স্টক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

এরপর চুলায় একটি বড় সাইজের কড়াই বসিয়ে তাতে তেল দিন। তেল গরম হয়ে আসলে রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিন। এরপর ম্যারিনেট করে রাখা মাংস ও চিংড়ি দিন এবং সাথে কিছু কাঁচামরিচ ও মাশরুম দিয়ে কিছুক্ষণ ভেজে নিন।

এবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে অ্যাড করুন ২ কাপ চিকেন স্টক। এরপর আগে থেকে তৈরি করে রাখা সস ও লেমন গ্রাস দিয়ে ভালোভাবে ফুটিয়ে রান্না করে নিন।

তারপর স্যুপ ভালোভাবে কুক হয়ে গেলে এবং থিকনেস আপনার পছন্দমতো হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন এই মজাদার রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ। ব্যস, এবার কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। 

এস/কেবি

থাই স্যুপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250