বৃহস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরলে কখন থেকে কার্যকর হবে—প্রশ্ন প্রধান বিচারপতির *** শাহবাগে এসে শিক্ষার্থীদের কাছে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’ *** ২৮ তারিখ নয়, রাকসুর ভোট গ্রহণ ২৫শে সেপ্টেম্বর *** গাজা যুদ্ধের কভারেজ নিয়ে ক্ষুব্ধ সাংবাদিক ঘোষণা দিয়ে রয়টার্স ছাড়লেন *** ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ *** জুলাই সনদের অঙ্গীকারনামা সংশোধন করবে কমিশন *** পান্নুন হত্যাচেষ্টার ষড়যন্ত্রে জড়িত ‘র’–এর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দিল্লিতে গ্রেপ্তারি পরোয়ানা *** বেসরকারি খাতে যাচ্ছে নগদ, এক সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি: গভর্নর *** নেপালের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ *** চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানির চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নিতে তিন উপদেষ্টার নির্দেশ

শীতের বিকেল জমে উঠুক মজাদার থাই স্যুপে!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

শীতের বিকেলে অনেকেই স্যুপ খেতে পছন্দ করেন। কারন একবাটি গরম ধোঁয়া ওঠা স্যুপ মন ভালো করে দেয় নিমিশেই। কিন্তু এই স্যুপ খাওয়ার জন্য যে সবসময় রেস্টুরেন্টেই যেতে হবে এমন কোনো কথা নেই, মজাদার থাই স্যুপ খুব সহজেই বাসায় বানাতে পারবেন। রইলো মজাদার থাই স্যুপের রেসিপি-

উপকরণ 

মুরগির ব্রেস্ট পিস-১/৪ কাপ

মাঝারি সাইজের চিংড়ি-৭/৮ পিস

বড় সাইজের মাশরুম-৪/৫ পিস

ডিমের কুসুম- ৩টি

আদা বাটা- ১/২ চা চামচ

রসুন বাটা- ১ চা চামচ

লঙ্কা গুড়ো- ১/২ চা চামচ

গোলমরিচ গুড়ো- ১/২ চা চামচ

চিলি সস- ১ চা চামচ

রসুন কুচি- সামান্য পরিমাণ

সয়া সস- ১ চা চামচ

টমেটো সস- ২ চা চামচ

আরো পড়ুন : শীতে ঘরে তৈরি করে খেতে পারেন মজাদার সেমাই পিঠা

চিনি– ১ চা চামচ

লেবুর রস- ১ চা চামচ

কর্ণফ্লাওয়ার- ৩ চা চামচ

কাঁচামরিচ- ৩/৪ টা

থাই আদা- ১/২ চা চামচ কুচি

লেমন গ্রাস- পরিমানমতো

লবণ- স্বাদমতো

চিকেন স্টক- ২ কাপ

পদ্ধতি

প্রথমে মুরগির মাংস লম্বা করে কেটে ধুয়ে নিন। একইভাবে চিংড়িগুলোকেও ভালোভাবে ধুয়ে নিন। এবার একটি বাটিতে মুরগির মাংস ও চিংড়িগুলো নিয়ে এতে একে একে  আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুড়ো, গোলমরিচ গুড়ো, স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিন।

এবার অন্য একটি বাটিতে ৩টি ডিমের কুসুম নিয়ে এতে এক এক করে চিলি সস, সয়া সস, টমেটো সস, চিনি, লেবুর রস, লবণ, কর্ণফ্লাওয়ার ও ৩ চামচ চিকেন স্টক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

এরপর চুলায় একটি বড় সাইজের কড়াই বসিয়ে তাতে তেল দিন। তেল গরম হয়ে আসলে রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিন। এরপর ম্যারিনেট করে রাখা মাংস ও চিংড়ি দিন এবং সাথে কিছু কাঁচামরিচ ও মাশরুম দিয়ে কিছুক্ষণ ভেজে নিন।

এবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে অ্যাড করুন ২ কাপ চিকেন স্টক। এরপর আগে থেকে তৈরি করে রাখা সস ও লেমন গ্রাস দিয়ে ভালোভাবে ফুটিয়ে রান্না করে নিন।

তারপর স্যুপ ভালোভাবে কুক হয়ে গেলে এবং থিকনেস আপনার পছন্দমতো হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন এই মজাদার রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ। ব্যস, এবার কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। 

এস/কেবি

থাই স্যুপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন