ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেলো না বাংলাদেশ। ম্যাচে ১১৮ রানের বিশাল জয় পেয়েছে অসিরা।
বৃহস্পতিবার (২১শে মার্চ) টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২১৩ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ গুটিয়ে গেছে ৯৫ রানে।
আরো পড়ুন: অস্ট্রেলিয়া ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশকে
এই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে ফিফটি হাঁকিয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড। ৭৬ বলে ৫৮ রানের (৫ বাউন্ডারি) ইনিংস খেলেন তিনি। ৩১ বলে ৪৬ রানের মারকুটে ইনিংস খেলে বাংলাদেশের সামনে সামনে বড় সংগ্রহ দাঁড় করাতে অবদান রাখেন অ্যালানা কিং। এছাড়া অ্যাশলে গার্ডেন ৩৮ বলে ৩২ ও বেথ মুনি ৬৪ বলে ২৫ রান করেন ।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬৪ বলে ২৭ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। ১৭ রান করেন ওপেনার শুবহানা মুস্তারি। এছাড়া ১০ রান করেন তিনে নামা ব্যাটার মুর্শিদা খাতুন। বাকি ৮ জনের কেউই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।
এইচআ/