ছবি: সংগৃহীত
ভারতের লোকসংগীতশিল্পী মৈথিলী ঠাকুর বলেছেন, তিনি রাজনীতির জন্য রাজনীতিতে নামতে চান না, বরং নিজ অঞ্চলের সেবা করতে চান। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনকে ঘিরে বিজেপির প্রার্থী হওয়ার গুঞ্জনের মাঝে এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
দিল্লিতে মৈথিলী ঠাকুর ও তার বাবার সঙ্গে দেখা করেন বিহার বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা বিনোদ তাওড়ে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছবি শেয়ার করে তাওড়ে মৈথিলী ঠাকুরকে ‘বিহারের মেয়ে’ বলে উল্লেখ করেন এবং তাকে রাজ্যে ফের স্বাগত জানান।
বিহারের বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দলকে (আরজেডি) কটাক্ষ করে তাওড়ে লেখেন, ‘১৯৯৫ সালে লালু (প্রসাদ যাদব) ক্ষমতায় আসার পর যে পরিবারগুলো বিহার ছাড়তে বাধ্য হয়েছিল, সেই পরিবারের কন্যা, খ্যাতিমান গায়িকা মৈথিলী ঠাকুর পরিবর্তিত বিহারের গতি দেখে আবার বিহারে ফিরতে চাইছেন।’
নিত্যানন্দ রায় ও বিনোদ তাওড়ে ঠাকুরকে বিহারের মানুষের জন্য কাজ করার এবং তাদের প্রত্যাশা পূরণের আহ্বান জানান।
সাক্ষাৎকারে মৈথিলী ঠাকুর বলেন, এখনো কিছু চূড়ান্ত হয়নি। তবে বিনোদ তাওড়ে তাকে অভিনন্দন জানিয়েছেন। তার ভাষায়, ‘যেভাবে তিনি পোস্ট করেছেন, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। ভালো লাগছে যে বিহারের মানুষ আমাকে এভাবে চিনতে পারছেন। সুযোগ পেলে আমি অবশ্যই গ্রহণ করব।’ ২৫ বছর বয়সেই তিনি রাজনীতিতে যোগ দেওয়ার ইঙ্গিত দেন।
রাজনীতিতে আসার লক্ষ্য ব্যাখ্যা করতে গিয়ে মৈথিলী ঠাকুর বলেন, তিনি নিজের রাজ্যের সেবা করতে চান। তার বক্তব্য, ‘আমি বিহারের সেবা করতে চাই। লোকগানের মাধ্যমেই এত দিন সেটা করে আসছি। তাই বিদেশে যেতে চাইনি। আমি আমার অঞ্চলের সংস্কৃতি এগিয়ে নিতে চাই। রাজনীতি যদি এই সুযোগ দেয়, তবে এর চেয়ে গুরুত্বপূর্ণ কিছু হবে না। আমি রাজনীতি করতে রাজনীতিতে ঢুকতে চাই না। আমি আমার অঞ্চলকে সেবা করতে চাই।’
ধ্রুপদি সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর মূলত মিথিলা অঞ্চলের মানুষ। তার বাড়ি মধুবনী ও দারভাঙ্গা। বিজেপি তাকে মধুবনী কিংবা দারভাঙ্গার আলীগড় আসন থেকে লড়ার প্রস্তাব দিতে পারে বলে শোনা যাচ্ছে।
কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান—প্রশ্নের জবাবে মৈথিলী বলেন, ‘আমার মা মধুবনীর আর বাবা দারভাঙ্গার। দুই জায়গা থেকেই আমি সব সময় ভালোবাসা পেয়েছি। তাই সিদ্ধান্তটা আমি দলের হাতে ছেড়ে দিয়েছি। যা নির্দেশ দেবে, আমি তা-ই মানব।’
জে.এস/
খবরটি শেয়ার করুন