ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্নাতক ডিগ্রির বিস্তারিত তথ্য প্রকাশের নির্দেশনা বাতিল করেছেন আদালত। সোমবার (২৫শে আগস্ট) দেশটির উচ্চ আদালত কেন্দ্রীয় তথ্য কমিশনের (সিআইসি) এক নির্দেশনা বাতিল করে রায় দিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
নরেন্দ্র মোদির ডিগ্রির তথ্য জানতে চেয়ে তথ্য অধিকার আইনে (আরটিআই) আবেদন করেছিলেন নীরজ নামের এক ব্যক্তি। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে ভারতের কেন্দ্রীয় তথ্য কমিশন (সিআইসি) জানায়, দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ সালে ব্যাচেলর অব আর্টস (বিএ) পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীর রেকর্ড দেখা যাবে। ওই বছরই বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন মোদি।
সিআইসির নির্দেশের বিরুদ্ধে তখন আদালতে পিটিশন দায়ের করেছিল দিল্লি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দাবি করা হয়, শিক্ষার্থীদের রেকর্ড নৈতিক দায়িত্বের আওতায় সংরক্ষিত থাকে। বৃহত্তর স্বার্থ না থাকলে তথ্য অধিকার আইনে এটি প্রকাশের যুক্তি নেই।
অন্যদিকে নীরজের পক্ষের আইনজীবী যুক্তি দেন, তথ্য অধিকার আইনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতার বিবরণ প্রকাশ করা উচিত। কারণ, এখানে বৃহত্তর জনস্বার্থ আছে।
বিশ্ববিদ্যালয় পিটিশন দায়েরের পর সিআইসির নির্দেশনার ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন আদালত। সোমবার বিচারপতি সচিন দত্ত সিআইসির নির্দেশনা বাতিল করে রায় দিলেন।
জে.এস/
খবরটি শেয়ার করুন